বুধবার রাত সাড়ে ৮টা নাগাদ মাল বাজারে মাল নদীতে প্রতিমা নিরঞ্জনের সময় আচমকাই হড়পা বান আছড়ে পড়ে মাল নদীর পাড়ে। সেসময়ই ভেসে যায় অসংখ্য মানুষ। রাত এগারোটা পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি নিখোঁজ ছিল ৪০ জনেরও বেশি মানুষ। মর্মান্তিক এই দুর্ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎই উদ্ধারকাজে নামে পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। ওইদিন রাতেই ঘটনাস্থলে যান জেলা পুলিশ সুপার সহ জেলাশাসক। কিন্তু জলের তোড় এবং টানা বৃষ্টির জেরে উদ্ধারকাজ ব্যাহত হয়।
মাল নদীতে হড়পা বানে বিপর্যয়ের ঘটনায় এখনও পর্যন্ত ৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ বহু মানুষ। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। গোটা ঘটনায় শোকপ্রকাশ করে দুর্গতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি বৃহস্পতিবার সকালে টুইট করে নিহতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা এবং জখমদের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছেন প্রধানমন্ত্রীর দপ্তর।
সূত্রের খবর, বুধবার রাত দেড়টা পর্যন্ত উদ্ধারকাজ চলেছে। যদিও প্রচণ্ড বৃষ্টির কারণে বৃহস্পতিবার সকালে উদ্ধারকাজ শুরু হতে অনেকটাই দেরি হয়ে যায়। লাগাতার বৃষ্টির জন্যই উদ্ধারকাজে সমস্যা হচ্ছে বলে খবর।
You must be logged in to post a comment.