ফের বন্দুকবাজের হামলায় রক্তাক্ত মার্কিন যুক্তরাষ্ট্রে। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে শিকাগো শহরের তিন জায়গায় বন্দুকবাজের হানা। গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল মোট ৮ জনের। একই ব্যক্তি তিন জায়গায় হামলা চালিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। যদিও অভিযুক্তকে এখনও ধরা যায়নি।
মার্কিন পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিকাগো শহরের জোলিয়েট, উইন কাউন্টির ৩টি বাড়িতে বন্দুকবাজের হামলায় মোট ৮ জনের মৃত্যু হয়েছে। তবে, সিসিটিভি ফুটেজ দেখে ইতিমধ্যেই অভিযুক্তকে শনাক্ত করা গিয়েছে। ধৃতের নাম রোমিও ন্যান্সে। তবে কেন অভিযুক্ত এদিন তিনটি বাড়িতে ঢুকে হামলা চালাল, তা এখনও স্পষ্ট নয়। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে মার্কিন পুলিশ।