এবার হদিশ মিলল নিয়োগ দুর্নীতির ৮ কোটি টাকার। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ নিজস্ব এজেন্টদের মাধ্যমেও চাকরিপ্রার্থীদের থেকে টাকা তুলতেন৷ ইতিমধ্যেই ২২ জন এজেন্টকে চিহ্নিত করেছে ইডি। তাঁদের মধ্যে ৯ জন এজেন্টকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। জানা গিয়েছে,হুগলির এক এজেন্ট কুন্তলকে ৩ কোটি ৪ লক্ষ টাকা দিয়েছেন। অন্য আরেক এজেন্ট ৫০ লক্ষ টাকা দিয়েছেন৷ সব মিলিয়ে এখনও পর্যন্ত ৮ কোটি টাকার হদিশ মিলেছে। এই টাকার অঙ্ক আরও বাড়তে পারে বলেই দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। এদিকে,কুন্তল ঘোষের এজেন্টদের যে চাকরিপ্রার্থীরা টাকা দিয়েছিলেন, তাদের একটি তালিকাও তৈরি করছে ইডি। তাঁরা কেউ চাকরি পেয়েছেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে,গত সপ্তাহেই ইডি আধিকারিকরা কোর্টে দাবি করেছেন,পার্থ চট্টোপাধ্যায়কে ১০ লক্ষ টাকা দিয়েছিলেন কুন্তল ঘোষ। এমনকী মানিক ভট্টাচার্যকেও কোটি কোটি টাকা দিয়েছিল কুন্তল। যদিও ইডি-র এই দাবি পুরোপুরি অস্বীকার করেছেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। এ বিষয়ে পার্থর আইনজীবী আদালতে বলেন, ‘কুন্তল আমার মক্কেলকে আদেও টাকা দিয়েছিল কিনা? আপনারা কি দেখেছেন? যা ইচ্ছা বলে দিলেই হল?’ অন্যদিকে,তাপস মন্ডল দাবি করেছেন কুন্তল কে তিনি ১৯ কোটি টাকা দিয়েছেন। আগেই একটি সূত্র মারফত আমরা জানতে পেরেছি,আপার প্রাইমারীর জন্য ৮ লাখ টাকা,প্রাইমারীর জন্য ৭ লাখ টাকা এজেন্টদের থেকে নেওয়া হত। এজেন্টরা যেসব পরীক্ষার্থীদের নাম কুন্তলকে দিয়েছিল ডকুমেন্ট ভ্যারিফিকেশনের জন্য,তাঁদেরই মেরিট লিস্ট এ নাম তুলেছিল কুন্তল ঘোষ। কিন্তু, পড়ে সেই প্যানেলই হাইকোর্ট বাতিল করায় হাইকোর্ট থেকে সরাসরি সুবিধে পাইয়ে দেবার জন্য ১ থেকে ২ লাখ টাকা নেওয়া হয়েছিল পরীক্ষার্থীদের থেকে।