75000 fishermen are staying put in their fishing trawlers near Gujarat coast. In the lockdown situation of the country they have taken this dicision.
দেশ ব্রেকিং নিউজ

সমুদ্রে কোয়ারান্টিনে ৭৫০০০ মৎস্যজীবী

ওরা সমুদ্রে গিয়েছিল মাছ ধরতে। আর ফিরে আসা হয়নি। দেশ জুড়ে যখন করোনা ভাইরাসের আক্রমণে সবাই দিশেহারা তখন এরাই সবচেয়ে নিশ্চিন্তে আছে। আপাতত ভাইরাসের ধরাছোঁয়ার বাইরে।

দেশের লকডাউন এড়াতে গুজরাট উপকূলের ৭৫০০০ মৎস্যজীবী এখন আরব সাগরে দিন কাটাচ্ছে। বিভিন্ন বন্দর এলাকা থেকে ১৫ হাজার ট্রলারে করে মাছ ধরতে গিয়েছিলেন এরা। কিন্তু ফিরে আসার আগেই দেশে লকডাউন ঘোষণা হয়। তখনই এরা সিদ্ধান্ত নেয় ফিরে গিয়ে কে কীভাবে আটকে পরবে তারচেয়ে সমুদ্রে থেকে যাওয়াই ভাল। উপকূল থেকে ৪  কিলোমিটার দূরে এই ট্রলারগুলো এখন রয়েছে। ট্রলারের মালিকেরা নিত্যপ্রয়োজনীয় জিনিষ ও জলখাবার নৌকা করে ট্রলার গুলিতে সরবরাহ করছেন। অখিল ভারতীয় ফিশারম্যান অ্যাসোসিয়েশানের প্রেসিডেন্ট মিঃ মাসানী এই খবর জানিয়ে বলেছেন,’ ভালোই হয়েছে, ওরা ডাঙার থেকে জলেই বেশী নিরাপদে আছে।’