লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের জন্য দেশের মধ্যে সর্বোচ্চ ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর প্রস্তাব করেছিল জাতীয় নির্বাচন কমিশন। এবার চতুর্থ দফার নির্বাচনে বঙ্গে রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী চাইতে চলেছে নির্বাচন কমিশন। সূত্রের খবর, চতুর্থ দফার ভোটে আট কেন্দ্রে ভোট নিতে মোট ৭৫০ কোম্পানি বাহিনী চাওয়া হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে। বঙ্গে প্রথম দফার ভোটে ২৬৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছিল নির্বাচন কমিশন।
তৃতীয় দফার ভোটে ৩৩৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে জানান হয়েছে।তৃতীয় দফার নির্বাচনের আগে রাজ্যে আসছে আরও ১০৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। রাজ্যে এই মুহূর্তে ৩০৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। তৃতীয় দফার নির্বাচনের আগে আরও ১০৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছলে রাজ্যে মোট কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বেড়ে দাঁড়াবে ৪০৬ কোম্পানি। তৃতীয় দফায় জঙ্গিপুর,মুর্শিদাবাদ,মালদা উত্তর ও মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে। এর মধ্যে সবথেকে বেশি বাহিনী মোতায়েন করা হবে মালদায়।
এদিকে, ২৬ এপ্রিল, শুক্রবার শুরু হয়েছে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার নির্বাচন। দ্বিতীয় দফায় বাংলার তিনটি আসনে- দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাটে ভোট গ্রহণ চলছে। জানা গিয়েছে, দ্বিতীয় দফার ভোটে রাজ্যে মোট ২৯৯ কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে। মোট ১১১ কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে উত্তর দিনাজপুরে। তার মধ্যে ইসলামপুরে মোতায়েন করা হয়েছে ৫১ কোম্পানি বাহিনী ও রায়গঞ্জে ৬০ কোম্পানি মোতায়েন করা হয়েছে। এই দুই জায়গায় কুইক রেসপন্স টিম রাখা হয়েছে। অন্যদিকে, দক্ষিণ দিনাজপুরে ৭৩ কোম্পানি বাহিনী ও কুইক রেসপন্স টিম থাকছে। অন্যদিকে, দার্জিলিং-এ ৫১ কোম্পানি বাহিনী এবং ৫০টি কুইক রেসপন্স টিম মোতায়েন রয়েছে। কালিম্পংয়ে ১৬ কোম্পানি বাহিনী এবং ১৫টি কুইক রেসপন্স টিম মোতায়েন থাকছে।