Breaking all previous records, India suffered the most corona attacks on Thursday. In one leap, the number of corona victims reached 75 lakhs
দেশ ব্রেকিং নিউজ

একদিনে ৭৫ হাজার স্পর্শ

অতীতের সব রেকর্ড তুরি মেরে ভেঙে ভারতে সর্বাধিক করোনা আক্রান্তের সন্ধান মিলল বৃহস্পতিবার। সক্রিয় রোগীর সংখ্যা এক লাফে অনেকটাই বাড়ল। এক লাফে ৭৫ হাজার রেকর্ড গড়ল করোনা। গত ২৪ ঘন্টায় দেশে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৫ হাজার ৭৬০ জন। যার ফলে দেশে এখন মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৩ লক্ষ ১০ হাজার ২৩৪।
এদিন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৫,৭৬০ জন। তার ফলে দেশে মোট রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৩৩ লক্ষ ৬ হাজার ২৬৪ জন। দেশে বর্তমানে সক্রিয় রোগী ৭ লক্ষ ২৫ হাজার ৯৯১ জন। গত ২৪ ঘণ্টায় ভারতে সক্রিয় রোগী বেড়েছে ১৮,৭২৪। দেশে গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ১,০২৩ জন। গোটা ভারতে করোনায় মৃত ৬০ হাজার ৪৭২ জন।
গত ২৪ ঘণ্টায় দৈনিক আক্রান্তের সংখ্যায় রেকর্ড করেছে মহারাষ্ট্র (১৪,৮৮৮)। ফের ১০ হাজারের বেশি আক্রান্তের খোঁজ মিলেছে অন্ধ্রপ্রদেশে। দিল্লিতেও আগের থেকে অনেকটাই বেড়েছে নতুন আক্রান্তের সংখ্যা (১,৬৯৩)। ঠাকরে রাজ্যে মোট প্রাণ হারিয়েছেন ২৩ হাজার ৮৯ জন। এখন সে রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ৭৩ হাজার ১৯৫। ভারতে এদিন সংক্রমণের হার ছিল ৮.১৯ শতাংশ। বুধবার এই হারটা ছিল ৮.১৪ শতাংশে। দৈনিক সংক্রমণের হার গত জুলাই মাসে ১৫ শতাংশের ওপরে উঠে গিয়েছিল। আগস্ট মাসে সেটা ক্রমশ কমছে। আক্রান্তের সংখ্যায় যতই রেকর্ড করুক না কেন সংক্রমণের হারকে নিয়ন্ত্রণে রাখাটাই বেশি গুরুত্বপূর্ণ।