দেশ ব্রেকিং নিউজ

চিনকে টপকে গেল ভারত, করোনা রেকর্ড

করোনা আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ বৃদ্ধি হল শুক্রবার। নতুন করে আক্রান্ত হলেন ৭,৪৬৬ জন। ফলে ভারতে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছে গেল ১ লক্ষ ৬৫ হাজার ৭৯৯। এভাবেই লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে দেশে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত যা একদিনে সর্বোচ্চ করোনা আক্রান্তের রেকর্ড ভেঙে দিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এদিন সকালে যে তথ্য প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে এই মুহূর্তে ভারতে সক্রিয় রোগী রয়েছেন ৮৯,৯৮৭। সুস্থ হয়েছেন, ৭১,১০৬ জন। মৃত্যু হয়েছে ৪,৭০৬ জনের।
করোনাভাইরাস আক্রান্তের সংখ্যার নিরিখে এর আগেই চিনকে পেরিয়েছিল ভারত। এবার মৃত্যু সংখ্যাতেও চিনকে টপকে গেল পরিসংখ্যান। ভারতে করোনাভাইরাসে মোট ৪,৭০৬ জন প্রাণ হারিয়েছেন। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী চিনে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ৪,৬৩৪। তবে সুস্থতার হার কিন্তু অপরিবর্তিত। শুক্রবার সকালের পরিসংখ্যানের পর দেখা গিয়েছে যে এই মুহূর্তে ভারতে সুস্থতার হার ৪২.৮ শতাংশ।
ওয়ার্ল্ডোমিটারের তালিকা বলছে এই মুহূর্তে বিশ্বে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যার নিরিখে ভারতের স্থান নবম। চিনের স্থান পঞ্চদশতম। অর্থাৎ বিশ্বের ১৪টি দেশে এখন করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা উৎস দেশের থেকেও অনেকটাই বেশি। এদিকে গত কয়েকদিনে আক্রান্তের সংখ্যা এভাবে বেড়ে যাওয়ার কারণ কিন্তু অভিবাসী শ্রমিক এবং দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মানুষের চলাচল। এই কারণেই আগামী দিনে আক্রান্তের সংখ্যায় যে বিরাট বৃদ্ধি পাবে তা মনে করা হচ্ছে।