মদের দোকান খোলার পর থেকে যেভাবে ভিড় উপচে পড়ছে তাতে মনে হতেই পারে এটা একটা নিত্যপ্রয়োজনীয় জিনিস। তাই মঙ্গলবার থেকে মদ কিনলে দিতে হবে ৭০ শতাংশ অতিরিক্ত কর। তবে এটা শুধু দিল্লির জন্যই। আর এটাকেই বলা হচ্ছে করোনা ফি। কিন্তু এই করোনা ফি কার্যকর করে ভিড় ঠেকানো যাবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ কেউ সামাজিক দূরত্ব মানছেন না।
এদিকে সোমবার থেকে মদের দোকান খোলার অনুমতি দিয়েছে প্রশাসন। তার ফলেই দোকানে দোকানে ভিড় উপচে পড়েছে সুরাপ্রেমীদের। রেশনের দোকানের থেকেও লম্বা লাইন পড়েছে মদের দোকানের সামনে। এবার সেই ভিড় কমাতে ও তার আর্থিক ফায়দা তুলতে মদের দামের সঙ্গে করোনা ফি যোগ করেছে অরবিন্দ কেজরিওয়াল সরকার।
জানা গিয়েছে, মোট ৭০ শতাংশ অতিরিক্ত কর করোনা ফি হিসেবে দিতে হবে মদ কেনার সময়। অর্থাৎ ১০০০ টাকা যে মদের দাম, তা কিনতে হবে ১৭০০ টাকা খরচ করে। ফলে রাজস্ব আয়ও ভাল হবে। সোমবার রাতে থেকেই এই নিয়ম জারি করেছে দিল্লির সরকার। ফলে এক ঢিলে দুই পাখি মারল কেজরিওয়াল সরকার। মদের দোকানে কিছুটা হলেও ভিড় কম করা সম্ভব। পাশাপাশি রাজস্বের পরিমাণ অনেকটাই বৃদ্ধি পাবে।
অন্যদিকে করোনাভাইরাস পরিস্থিতিতে সংকটে দিল্লির আয়। অরবিন্দ কেজরিওয়াল জানান, ২০১৯ সালের এপ্রিল মাসে দিল্লি সরকারের আয় ছিল ৩,৫০০ কোটি টাকা। ২০২০ সালের এপ্রিল মাসে তা কমে মাত্র ৩০০ কোটি টাকায় দাঁড়িয়েছে। তাই এই পদক্ষেপ।