দেশ লিড নিউজ

আটদিনে ৭ বার জ্বালানির মূল্যবৃদ্ধি

ক্রমশঃ বেড়েই চলেছে পেট্রোল-ডিজেলের দাম। পেট্রোল ডিজেলের ঊর্ধ্বমুখী দামের জেরে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন সাধারণ মানুষ। এই নিয়ে গত আট দিনে সাতবার বাড়ল জ্বালানির দাম। মঙ্গলবার সকালে নতুন মূল্য ধার্য করল সরকারি তেল সংস্থা। এদিকে মোদী সরকারের পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির জেরে দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে বিভিন্ন শ্রমিক সংগঠন। মঙ্গলবার পেট্রোলের লিটার পিছু দাম বাড়ল ৮৩ পয়সা। সেই সঙ্গে প্রতি লিটার ডিজেলের দামও বেড়েছে ৭০ পয়সা। এর ফলে কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম বেড়ে দাঁড়িয়েছে ১০৯ টাকা ৬৮ পয়সা, ডিজেল কিনতে হলে লাগবে ৯৪ টাকা ৬২ পয়সা।

দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম ১০০ টাকা ২১ পয়সা। মুম্বইতে পেট্রোল ও ডিজেলের দাম ৮৫ পয়সা এবং ৭৫ পয়সা করে বেড়েছে। মুম্বইয়ে লিটার প্রতি পেট্রোলের দাম ১১৫ টাকা ০৪ পয়সা এবং লিটার প্রতি ডিজেলের দাম ৯৯ টাকা ২৫ পয়সায় দাঁড়িয়েছে।

কেন্দ্রীয় সরকারের পেট্রোল, ডিজেল ও রান্না গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি জেরে নাজেহাল সাধারণ মানুষ। দিন দিন বেড়েই চলেছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি। ফের একবার বড়সড় কোপ পড়তে পারে গাড়ি ভাড়ার ক্ষেত্রে। লাগাতার দাম বৃদ্ধির জেরে সমস্যায় আমজনতা। পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে রাজ্যজুড়ে শুরু হয়েছে বিক্ষোভ কর্মসূচি।