ফের মৃত্যুমিছিল। প্রাণ বাঁচাতে দেশ ছাড়ার হুড়োহুড়ি। আর সেই বিশৃঙ্খলার মাঝে পড়েই রবিবার মৃত্যু হল ৭ জনের। তাঁরা সকলেই আফগান নাগরিক বলে খবর। মৃত্যুর খবর নিশ্চিত করেছে ব্রিটিশ সেনাবাহিনী। এই ঘটনায় তালিবান শাসনে আফগানিস্তানের অন্দরের ছবিটা আরও একবার স্পষ্ট হয়ে গেল। গেট ক্র্যাশ করে বিমানবন্দরে ঢোকার চেষ্টার সময় ধাক্কাধাক্কিতে পদপিষ্ট হয়েছে মানুষ।
শহরে শহরে চলছে তালিবান হুকুম। শরিয়ত আইন মেনে চলতে হচ্ছে আফগান নাগরিকদের। জান-মান বা সম্পত্তি কোনও কিছুরই নিশ্চয়তা নেই সেই দেশে। অগত্যা ভিটেমাটি ছেড়ে সীমান্ত পেরিয়ে অন্য দেশে ঠাঁই খুঁজছে আফগান নাগরিকরা। তাই বিমানবন্দরের বাইরে জড়ো হচ্ছেন তাঁরা। মৃত সাতজনই আফগানিস্তানের নাগরিক। বহু মানুষ আহত হয়েছে। আরও একবার তালিবানি শাসনের ছবিটা স্পষ্ট হয়ে গেল।
এবার সেখানে ঘটে দেল মর্মান্তিক ঘটনা। এলাকার পরিস্থিতি সংকটজনক। তবে দেশ ছাড়ার ঘটনায় কাবুলে মৃত্যু হয়েছে আগেও। হুড়োহুড়িতে ৭ জন আফগান নাগরিক পদপিষ্ট হন বলে খবর। এই প্রসঙ্গে ব্রিটিশ সেনাবাহিনী জানিয়েছে, তালিবান আফগানভূমের দখল নেওয়ার পর থেকে সে দেশ ছাড়ার হিড়িক দেখা যাচ্ছে। এদিনও সেই পরিস্থিতি তৈরি হয়েছিল। তখনই ৭ আফগান নাগরিকের মৃত্যু হয়।
কিছুক্ষণ আগেই অশান্ত আফগানিস্তান থেকে দেশে ফেরানো হল দ্বিশতাধিক ভারতীয় নাগরিককে। রাত থেকে তিনদফায় বায়ুসেনার বিমানে ফিরল ভারতীয়রা। দোহা থেকে দিল্লিতে প্রথম বিমানে এলেন ৬০ জন, দ্বিতীয় বিমানে তাজাকিস্তান থেকে দিল্লি পৌঁছল ৮৭ জন এবং কিছুক্ষণ আগেই ফিরলেন ১৬৮ জন ভারতীয়। বাইডেন প্রশাসন সূত্রে খবর, সেনাবাহিনীর যুদ্ধবিমান আফগানিস্তান থেকে তাঁদের উদ্ধার করার পর মার্কিন বাণিজ্যিক বিমান গন্তব্যস্থলে পৌঁছে দেবে বলে খবর। যদিও তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।