নিরাপত্তা বাহিনীর বড়সড় সাফল্য। নকশাল দমন অভিযানে নেমে ৭ জন নকশালকে নিকেশ করলো নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। জানা গেছে, ছত্তিশগড়ের দান্তেওয়াড়ার নারায়ণপুর সীমান্তের দক্ষিণ আবুজমাড়ের জঙ্গলে বুধবার ভোর ৩টা থেকে নিরাপত্তা বাহিনী ও নকশালদের মধ্যে গুলির লড়াই চলে। বৃহস্পতিবার বস্তার পুলিশ সূত্রে জানা যায়, অভিযান জারি রয়েছে। তার মধ্যেই আবার খবর আসে ৭ জন নকশালকে খতম করেছে নিরাপত্তা বাহিনী।
ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই বলেন, নকশাল দমন অভিযানে নিরাপত্তা বাহিনী ৭ জন নকশালকে নিকেশ করেছে। আমি তাঁদের সাহসিকতাকে কুর্নিশ জানাই। বস্তারের ইন্সপেক্টর জেনারেল পি সুন্দররাজ জানান, এখনও পর্যন্ত অভিযানে ৭ নকশালের দেহ উদ্ধার করা হয়েছে। এখনও গুলির লড়াই ও তল্লাশি অভিযান চলছে।