দেশ লিড নিউজ

মহারাষ্ট্রে টিনের ছাউনিতে গাছ ভেঙে পড়ে মৃত ৭, আহত ৪০

মহারাষ্ট্রের আকোলা জেলায় মর্মান্তিক দুর্ঘটনা। টিনের ছাউনির ওপর গাছ ভেঙে পড়ে মৃত্যু হয়েছে ৭ জনের। আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন। রবিবার সন্ধ্যায় মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আকোলা জেলার পরস গ্রামে। কালেক্টর নিমা অরোরা জানিয়েছেন, রবিবার সন্ধ্যায় বৃষ্টির জন্য পরস গ্রামে একটি টিনের ছাউনিতে গাছ ভেঙে পড়ে ৭ জনের মৃত্যু এবং প্রায় ৪০ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ধর্মীয় অনুষ্ঠানের জন্য মন্দিরে জড়ো হয়েছিলেন বহু পুণ্যার্থী। হঠাৎ বৃষ্টি আসায় আশ্রয় নিতে টিনের তৈরি ছাউনির তলায় গিয়ে দাঁড়িয়ে ছিলেন সকলে। তখনই ধেয়ে আসে বিপদ। ঝড়বৃষ্টির জেরে টিনের ছাউনির উপর গাছ ভেঙে পড়ে মৃত্যু হয় ৭ জনের। গুরুতর আহত হয়েছেন বহু পুণ্যার্থী। পুলিশ সূত্রে খবর, রবিবার আকোলার একটি মন্দিরে ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে জমায়েত হয়। বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য মন্দিরের পাশেই টিনের ছাউনির তলায় আশ্রয় নিয়েছিলেন ৪০-এর বেশি পুণ্যার্থী।

মহারাষ্ট্রের উপ মু্খ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ এই ঘটনায় শোকপ্রকাশ করে টুইটারে লিখেছেন, “আকোলা জেলার পরসের একটি ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে বহু পুণ্যার্থী এসেছিলেন। টিনের ছাউনির তলায় দাঁড়িয়ে থাকাকালীন তাঁদের মাথায় গাছ পড়ে। এতে অনেকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আমি মর্মাহত। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামলেছে। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আমরা অনবরত তাদের সঙ্গে যোগাযোগ বিনিময় করছি।”