দেশ ব্রেকিং নিউজ

একদিনে আক্রান্ত ৬৮ হাজার

আবার করোনা সংক্রমণ নতুন রেকর্ড গড়ল দেশে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৬৮ হাজার ২০ জন। চলতি বছরে এটিই সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। মৃতের সংখ্যাতেও নয়া রেকর্ড তৈরি হয়েছে। একদিনেই সংক্রমণে মৃত্যু হয়েছে ২৯১ জনের। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ২০ লাখ ৩৯ হাজার ৬৪৪। মোট মৃতের সংখ্যা ১ লাখ ৬১ হাজার ৮৪৩। দেশে সক্রিয় রোগীর সংখ্যা বর্তমানে ৫ লাখ ২১ হাজার ৮০৮। আক্রান্তের সংখ্যা বাড়তেই বিভিন্ন রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামোয় প্রভাব পড়েছে। দিল্লিতেও দেখা গিয়েছে আইসিইউ বেডের সঙ্কট।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ২০ লাখ ৩৯ হাজার ৬৪৪ জন। করোনাকে হারিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ১ কোটি ১৩ লাখ ৫৫ হাজার ৯৯৩ জন। এই মুহূর্তে দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৫ লাখ ২১ হাজার ৮০৮। দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ১ লাখ ৬১ হাজার ৮৪৩।
মহারাষ্ট্রে করোনা পরিস্থিতি সবচেয়ে বিপজ্জনক। যে হারে করোনা সংক্রমণ বাড়ছে, তাতে প্রশাসনকে লকডাউনের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। করোনা সংক্রমণ বাড়ায় মহারাষ্ট্রে নাইট কার্ফু চালু করা হয়েছে। মাস্ক না পরে প্রকাশ্যে বেরোলে ৫০০ টাকা জরিমানা ধার্য করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। আগে এজন্য জরিমানা ছিল ২০০ টাকা।
পশ্চিমবঙ্গেও বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮২৭ জন। শনিবার এই সংখ্যাটা ছিল ৮১২ জন। দৈনিক এই সংক্রমণ আদপে দেশের অন্যান্য রাজ্যের তুলনায় কম মনে হলেও চিন্তার যথেষ্ট কারণ রয়েছে। রাজ্যজুড়ে দোলের দিন যে বেপরোয়া চিত্র অধিকাংশ ক্ষেত্রে দেখা গিয়েছে, তার ভয়াবহ প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে।