দেশ ব্রেকিং নিউজ

করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ল ৬৮ জওয়ানের শরীরে

এখন প্রত্যেকদিনই দেশে নতুন করে বেড়ে চলেছে করোনা সংক্রমিত মানুষজন। বিভিন্ন রাজ্যেই বাড়ছে সংক্রমণ। এবার তাতে নতুন রেকর্ড গড়ল ভারত। গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ২৯৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মৃত্যুও। এই পরিস্থিতিতে দেশে শনিবারই ১৪ দিন বাড়িয়ে দেওয়া হয়েছে লকডাউন। তার মধ্যেই এবার জওয়ানদের শরীরে ছড়িয়ে পড়ল করোনা সংক্রমণ। যা কপালে ভাঁজ ফেলেছে প্রতিরক্ষার সর্বোচ্চ স্তরে।
সূত্রের খবর, করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৬৮ সেনা জওয়ান। প্রত্যেকেই একই ব্যাটেলিয়নের। তাঁরা পূর্ব দিল্লির একটি ক্যাম্পে ছিলেন। এই নিয়ে এই ব্যাটেলিয়নেই মোট আক্রান্ত হলেন ১২২ জন জওয়ান। পাশাপাশি অন্য ব্যাটেলিয়ন মিলিয়ে দেশে মোট ১২৭ জন সিআরপিএফ জওয়ান করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে দিল্লিতে মৃত্যু হয়েছে এক সিআরপিএফ জওয়ানের। এত সংখ্যক জওয়ান একসঙ্গে করোনায় আক্রান্ত হওয়ায় নড়ে গিয়েছে সুরক্ষার স্তম্ভ।
উল্লেখ্য, মহারাষ্ট্রের মুম্বইয়ে ২০ জন নৌসেনা অফিসার করোনায় আক্রান্ত। তাঁরা ছিলেন, নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস আংরে–তে। এখন ওই ২০ জন মুম্বইয়ের নৌবাহিনীর হাসপাতালে চিকিত্‍সাধীন। প্রথমে নৌসেনার এক অফিসারের করোনা পজিটিভ ধরা পড়ে। তারপর তাঁর সংস্পর্শে আসা বাকিদের নমুনা পরীক্ষা করা হয়।