In the last 24 hours, 2,726 new cases of corona have been found in Bangladesh. And 30 people have died due to this infection. As a result, the total number of coronary heart disease patients in Bangladesh stood at 60,391. A total of 711 people have died in Bangladesh due to corona.
বাংলাদেশ

করোনা আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ছাড়াল

দিন দিন পরিস্থিতি কঠিন হয়ে পড়ছে। বাংলদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২,৮২৮ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। আর এই সংক্রমণের জেরে ৩০ জন মারা গিয়েছেন। ফলে সবমিলিয়ে বাংলাদেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৬০,৩৯১ জন। আর করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশে মোট মারা গিয়েছেন ৮১১ জন।
গত ২৪ ঘণ্টায় ১৪,০৮৮টি নমুনা পরীক্ষা করে এই তথ্য জানা গিয়েছে বলে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা। যতগুলি নমুনা পরীক্ষা করা হয়েছে তার মধ্যে ২০.০৭ শতাংশের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। জুন মাস শুরু থেকেই একদিনেও শনাক্তের সংখ্যা দু’‌হাজারের নিচে নামেনি বাংলাদেশে। নতুন করে মারা যাওয়া ৩০ জনের মধ্যে ২৩ জনই পুরুষ এবং ৭জন মহিলা।
নাসিমা সুলতানা বলেন, ‘‌যারা মারা গিয়েছেন তাদের মধ্যে প্রায় ৩৯ শতাংশের বয়স ৬০ বছরের বেশি। দীর্ঘদিন ঘরে থাকার পরও পরিবারের বয়স্কদের মধ্যে কেউ কেউ করোনাভাইরাস আক্রান্ত হচ্ছেন। এই কারণে পরিবারের বয়স্ক সদস্যদের সঙ্গে মাস্ক পড়ে এবং স্বাস্থ্যবিধি মেনে মেলামেশা করা উচিত।’‌