বুধবার রাজ্য বাজেটে ডিএ ঘোষণা করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য৷ মার্চ মাস থেকে রাজ্য সরকারের সমস্ত কর্মচারীকে তিন শতাংশ মহার্ঘ্য ভাতা দেওয়া হবে বলে এদের ঘোষণা করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। যদিও বাজেটে অর্থমন্ত্রীর এই ঘোষণায় যুগ্ম হর্ষবিষাদ রাজ্যের হাজার হাজার রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে । চার দিকের সমালোচনা এবং ক্ষোভের মুখে অবশেষে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এই ৬ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা অর্থ প্রতিমন্ত্রীর।
চলতি মাসের বেতনের সঙ্গেই এই কিস্তির টাকা পাবেন কর্মীরা। কর্মীদের একাংশ যেমন প্রাপ্তির আনন্দে উৎসবে মাতছেন অন্যদিকে এই ঘোষণায় তৃণমূল-প্রভাবিত ফেডারেশনের একাংশ সন্তুষ্ট নন। কর্মচারীদের অভিযোগ, “মুখ্যমন্ত্রীর এক কিস্তি ডিএ ঘোষণায় কেন্দ্রের সঙ্গে আমাদের ব্যবধান কমে ৪২ শতাংশ হল ঠিকই। কিন্তু এ মাসেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ফের ৭ শতাংশ ডিএ ঘোষণা হতে চলেছে। সেক্ষেত্রে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া গিয়ে দাঁড়াবে ৪৯ শতাংশ! রাজ্য বাজেটে এদিন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণাতে বলেন, আগে ছিল তিন শতাংশ, সেখান থেকে আরও তিন শতাংশ যোগ করা হল৷ অর্থাৎ বর্তমানে ৬ শতাংশ হারে ডিএ দেওয়া হবে শিক্ষক-অশিক্ষক কর্মচারী সহ সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের৷ এতে উপকৃত হবেন সরকারি কর্মচারি ও পেনশনভোগীরা। আগামী এপ্রিল মাসের অর্থবর্ষ থেকে এই নতুন হারে ডিএ কার্যকর করা হবে৷
এদিন ডিএ ঘোষণার পরে মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের ২৮ হাজার কোটি টাকা কেটে নিচ্ছে কেন্দ্র। ওটা যদি না নিত, তা হলে আরও কিছু করতে পারতাম।” একই সঙ্গে রাজ্যের কর্মীদের ডিএ-র টাকা দিল্লি যাতে মেটায় সেই দাবি করেন মমতা। তাঁর দাবি ডিএ দিতে কোষাগার থেকে ২১০০ কোটি টাকা বাড়তি খরচ হবে। রাজ্য সরকারি কর্মচারীদের আন্দোলন নিয়ে প্রশ্ন উঠতেই বিরক্তির সুরে মুখ্যমন্ত্রী বলেন, “টাকা ছাপানোর ক্ষমতা রাজ্য সরকারের নেই। আপনারা সেটা নিশ্চয়ই বোঝেন। রিজার্ভ ব্যাঙ্কটা রাজ্য সরকারের নয়,কেন্দ্রীয় সরকারের।”