এবার জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে ৬ জোড়া স্পেশাল ট্রেনের ঘোষণা করল পূর্ব রেল। জগদ্ধাত্রী পুজোয় যাত্রীদের যাতে কোনওরকম অসুবিধা না হয়, সেই কথা মাথায় রেখেই অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। এই ট্রেনগুলির পরিষেবা পাওয়া যাবে ৩১ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত।
দেখে নিন কখন ছাড়বে এই স্পেশাল ট্রেনগুলি –
হাওড়া – বর্ধমান শাখায়:
হাওড়া মেন লাইনে আপ ট্রেনটি হাওড়া থেকে ছাড়বে ১ টা ১৫ মিনিটে। ট্রেনটি ব্যান্ডেলে পৌঁছবে রাত ২টো ২০ মিনিটে। এরপর সেটি বর্ধমান পৌঁছবে ভোর ৩ টে ৫০ মিনিটে। ট্রেনটি চালানো হবে ১ অক্টোবর থেকে ৪ অক্টোবর পর্যন্ত।
বর্ধমান থেকে মেন লাইন ডাউন ট্রেন ছাড়বে ১০ টায়। ট্রেনটি ব্যান্ডেল পৌঁছবে রাত ১১ টা ৫৩ মিনিটে। সেটি আবার হাওড়া পৌঁছবে রাত ১ টায়। ট্রেনটি চালানো হবে ৩১ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত।
যদিও ৩১ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ৩৬০৮৮ মসাগ্রাম- হাওড়া লোকাল বাতিল করা হয়েছে। তার পরিবর্তে ৩৬০৯৮৭ হাওড়া মসাগ্রাম লোকাল বর্ধমান পর্যন্ত চালানো হবে। যেটি মেন লাইন স্পেশাল হয়ে বর্ধমান পৌঁছবে।
হাওড়া – ব্যান্ডেল শাখায়:
হাওড়া থেকে আপ লাইনে ট্রেন চলবে বিকেল ৫ টা ২০ মিনিটে, সন্ধে ৭ টা ৫৫ মিনিটে, রাত ৮ টা ৩৫ মিনিটে, রাত সাড়ে ১১ টায় ও রাত সাড়ে ১২ টায়।
ব্যান্ডেল থেকে ডাউন লাইনে ট্রেন ছাড়বে সন্ধে ৬ টা ৩৫ মিনিটে, রাত ৯ টা ২০ মিনিটে, রাত ৯ টা ৫৫ মিনিটে, রাত ১ টায় এবং রাত ২ টোয়।
এছাড়াও জগদ্ধাত্রী প্রতিমা বিসর্জনের দিন হাওড়া-ব্যান্ডেল শাখায় আরও একজোড়া স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ট্রেনটি শুধুমাত্র ৪ নভেম্বর চালানো হবে। হাওড়া থেকে ট্রেনটি ছাড়বে রাত ২টো ৩৫ মিনিটে। ব্যান্ডেলে ঢুকবে ভোর রাত ৩টে ৫০ মিনিটে। আবার ডাউন লাইনে ব্যান্ডেল থেকে ভোর ৪টের সময় ছাড়বে। যেটি হাওড়া পৌঁছবে ৫টা ১০ মিনিটে।
You must be logged in to post a comment.