Eight migrant workers were killed when a government bus hit them in Muzaffarnagar, Uttar Pradesh. Two more seriously injured. They were returning from Punjab.
দেশ ব্রেকিং নিউজ

বাসের চাকায় পিষ্ট ৬ পরিযায়ী শ্রমিক

ঔরঙ্গাবাদে পরিযায়ী শ্রমিকদের মর্মান্তিক দুর্ঘটনা এখনও দগদগে। তারই মধ্যে আরও একবার বলি হতে হল সেই পরিযায়ী শ্রমিকদেরই। স্বাভাবিক প্রবৃত্তি অনুযায়ী, বাড়ি ফিরতে চেয়েছিলেন তাঁরা। কিন্তু সেই যাত্রা হয়ে গেল অন্তহীন। এবার পরিযায়ী শ্রমিকদের ওপর দিয়ে চলে গেল সরকারি বাস। আর উত্তরপ্রদেশের মুজাফ্ফরনগরে সরকারি বাসের ধাক্কায় মৃত্যু হল ৬ পরিযায়ী শ্রমিকের। গুরুতর আহত আরও ২। বুধবার রাত ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে বলে খবর।
পুলিশ সূত্রে খবর, মৃত ৬ জনের মধ্যে দু’‌জনের বাড়ি বিহারে। তাঁরা পাঞ্জাব থেকে ফিরছিলেন। বাকি চার জনের মধ্যে একজন গোপালগঞ্জ, একজন পাটনা আর একজন ভোজপুরের বাসিন্দা। বাসে কোনও যাত্রী ছিলেন না। চালক স্বাভাবিকের থেকে অনেক জোরে বাস চালাচ্ছিলেন। তার জেরেই দুর্ঘটনা। এই ঘটনায় সরকারকে কটাক্ষ করে টুইট করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। তিনি বলেন, ‘‌গরীব মানুষগুলির প্রাণের দাম কি এতই কম? প্রথমে ট্রেনে পরে বাসে চাপা পড়ে মরতে হবে ওঁদের! সরকার কী করছে?’‌
স্থানীয় সূত্রে খবর, বাসটি দ্রুত গতিতে আসছিল। সামনে পরিযায়ী শ্রমিকদের দেখেও নিয়ন্ত্রণ রাখতে পারেননি চালক। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের ধাক্কা মেরেই পালিয়ে যায়। আর তার জেরে বাসের চাকায় পিষ্ট হয়ে যায় ৬ জনের দেহ। সেই অবস্থাতেই দেহগুলি পড়েছিল রাস্তাতেই। বাকি চার–পাঁচজন রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছিলেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার পর শুধু দুঃখপ্রকাশ করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।