উত্তরপ্রদেশে পথ দুর্ঘটনায় প্রাণ গেল ৬ জনের। আহত হয়েছেন ১৮ জন। রবিবার লখনউ–আগ্রা এক্সপ্রেসওয়েতে বাসের সঙ্গে গাড়ির সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় গ্রামবাসীদের সহায়তায় পুলিশ আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে। বিহারের দ্বারভাঙা থেকে পরিযায়ী শ্রমিকদের নিয়ে দিল্লি যাচ্ছিল বাসটি। ভোর ৫টা নাগাদ এই ভয়াবহ সংঘর্ষ ঘটে। পুলিশ আধিকারিক অমরেন্দ্র প্রতাপ জানান, বেসরকারি বাসটি দ্বারভাঙা থেকে দিল্লির দিকে যাচ্ছিল যখন অন্য একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। বাস–গাড়ি দুটিই হাইওয়ে থেকে নীচে নেমে যায় দুর্ঘটনার কবলে।
ঘটনাস্থলে যান পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিকরা। এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন ১৮ জন। তাঁদের কাছের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। উল্লেখ্য, লকডাউনের সময়ও পরপর দুর্ঘটনায় দেশজুড়ে নানা জায়গায় পরিযায়ী শ্রমিকদের মৃত্যুর খবর আসতে থাকে। কোথাও হাইওয়ে দিয়ে হেঁটে বাড়ি ফেরার সময় গাড়ির চাকায় পিষ্ট হয়ে যান অনেকে। আবার কোথাও লরি বোঝাই করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন বহু পরিযায়ী শ্রমিক। তবে গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে ট্রেন দুর্ঘটনায় পরিযায়ী শ্রমিকদের মৃত্যুর ঘটনা।
ফের এই ঘটনা। যদিও এখনও মৃতদের পরিচয় জানতে পারা যায়নি। তবুও বাসে পরিযায়ী শ্রমিকরা ছিলেন এমনই খবর মিলেছে। দিল্লি যাওয়ার পথে সেটির সঙ্গে একটি গাড়ির ধাক্কা লাগে। দুটি গাড়িই হাইওয়ে থেকে পাশের নীচু এলাকায় পড়ে যায়।