দেশ লিড নিউজ

5G in India: দেশে শুরু হল ৫জি পরিষেবা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে আনুষ্ঠানিকভাবে সূচনা হয়ে গেল ৫জি পরিষেবার। শনিবার দিল্লির প্রগতি ময়দানে আনুষ্ঠানিকভাবে ৫জি পরিষেবার সূচনা করেন দেশের প্রধানমন্ত্রী। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিলায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ আম্বানি সহ দেশের প্রধান তিন টেলিকম সংস্থার আধিকারিকরা।

আপাতত দেশের ১৩ টি প্রথম সারির শহরে এই পরিষেবা চালু হবে। কলকাতা, মুম্বই, দিল্লি,পুণে, বেঙ্গালুরু, চণ্ডীগড়, চেন্নাই সহ ১৩টি শহরে এই পরিষেবা পাওয়া যাবে। এরপর ধাপে ধাপে আগামী দু’বছরের মধ্যে দেশজুড়ে চালু হবে ৫জি পরিষেবা। টেলিকম বিশেষজ্ঞদের মতে, ৫জি পরিষেবার ফলে দেশের টেলিকম শিল্পে নতুন দিগন্ত খুলে গেল।

জানা গিয়েছে, ৪জি থেকে ২০ গুণ বেশি স্পিড ৫জি-র। মাত্র ২ সেকেন্ডে ডাউনলোড করা যাবে ৩ ঘণ্টার সিনেমা। এমনকী কোনরকম বাফারিং ছাড়াই ভিডিও চলবে।

কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী, ৫জি স্পেকট্রামের সবচেয়ে বেশি বরাত পেয়েছে মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স জিও। টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, আগামী একবছরের মধ্যে দেশে ৫জি পরিষেবা ছড়িয়ে পড়বে। ফলে ডেটা ডাউনলোডের গতি বাড়বে ১০ গুণ। দেশবাসীর কাজকর্ম অনেক বেশিই সহজ হয়ে যাবে।