রেশন দুর্নীতির টাকায় স্ত্রী ও মেয়ের নামে ৫৮টি স্থায়ী আমানত করেছিলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ওই আমানতের সবকটিতে গড়ে পাঁচ লাখ টাকা করে রয়েছে বলে জানতে পেরেছেন তদন্তকারী সংস্থা।
জানা গিয়েছে, জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী ও কন্যার নামে যে স্থায়ী আমানত রয়েছে তার মোট মূল্য প্রায় ২ কোটি ৮৯ লাখ টাকা। রেশন দুর্নীতিতে জমা দেওয়া প্রথম চার্জশিটে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে বলে খবর।
সূত্রের খবর, নিজের নামে টাকা না জমিয়ে মেয়ে ও স্ত্রীর নামে টাকা জমাচ্ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। সম্ভবত আইনি জটিলতা থেকে বাঁচতেই এই পরিকল্পনা করেছিলেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল। অন্যদিকে ইডির জমা দেওয়া চার্জশিটে ফিক্সড ডিপোজিটের বদলে টার্ম ডিপোজিট শব্দটি ব্যবহার করা হয়েছে।