ইউরোপ থেকে অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার অভিযোগে ৫৪২ জন বাংলাদেশিকে আটক করেছে লিবিয়ার পুলিশ। বর্তমানে ধৃতরা সবাই সুস্থ রয়েছে এবং ওই দেশের রাজধানীতে আটক রয়েছেন। তুরস্কের সংবাদমাধ্যম সূত্রে এমনটাই জানা গিয়েছে। খবরের সত্যতা স্বীকার করেছে লিবিয়ার বাংলাদেশ দূতাবাসও।
জানা গিয়েছে, গত শনিবার উত্তর আফ্রিকার দেশটির পূর্ব উপকূলীয় জেলা মিসরাতা থেকে ওই বাংলাদেশিদের আটক করে পুলিশ। লিবিয়ার জাওয়ারিখ উপকূল থেকে একটি ট্রলারে করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার চেষ্টা করছিল তারা। দেশটির কোস্টগার্ড ৫০০ বাংলাদেশি নাগরিক-সহ ৬০০ অভিবাসীকে আটক করা হয়েছে বলে খবর। দূতাবাস থেকে তাৎক্ষণিকভাবে লিবিয়ার অভিবাসন অধিদপ্তর এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। ইতিমধ্যেই ৪০০ জনের পরিচয় নিশ্চিত করেছে বাংলাদেশ। বাকিদের পরিচয় নিশ্চিত করার কাজ চলছে। এর মধ্যে ২৪৪ বাংলাদেশি দেশে ফিরতে চেয়েছেন। তাদের দেশে ফেরাতে বাংলাদেশ দূতাবাস লিবিয়ার অভিবাসন অধিদপ্তর এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে। সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করে মে মাসের তৃতীয় সপ্তাহে আটকরা দেশে ফিরতে পারেন বলে জানিয়েছে লিবিয়ার বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এসএম শামিম উজ জামান।
কয়েকদিন পর খুশির ঈদ। ফলে শুক্রবারের পর থেকে লিবিয়ায় শুরু হচ্ছে লম্বা ছুটি। তাই মে মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত সে দেশে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরানোর কাজ চলবে বলে খবর।