দীপাবলির আগে রাজ্যের জন্য সুখবর। পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী আদায় হওয়া কেন্দ্রীয় করের ৪১ শতাংশ রাজ্যের প্রাপ্য। সেই শর্তেই কেন্দ্র পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ করল ৫ হাজার ৪৮৮ কোটি টাকা। রাজ্যের একাধিক প্রকল্পে বকেয়া টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না বলে অভিযোগ রাজ্য সরকার ও তৃণমূলের। কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে ভুরিভুরি অভিযোগের মধ্যেও বাংলার জন্য বিপুল টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার। বুধবার প্রশাসনিক সূত্রে এই খবর সামনে আসার পর থেকেই শুরু হয়েছে চর্চা।
জানা গিয়েছে, এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্যগুলিকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। দেশের সবকটি রাজ্যের জন্য মোট ৭২ হাজার ৯৬১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তার মধ্যে বাংলা কেন্দ্রীয় করের অংশ হিসাবে পেয়েছে ৫ হাজার ৪৮৮ কোটি টাকা। উত্তরপ্রদেশ ১৩ হাজার ৮৮ কোটি টাকা। যা রাজ্যগুলির প্রাপ্য অর্থের নিরিখে সর্বোচ্চ।
পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী কেন্দ্রীয় কর বাবদ যে মোট আদায় হয় তার ৪১ শতাংশ অর্থ রাজ্যের পাওনা। আবার কোন রাজ্য কত টাকা পাবে তা নির্ভর করে সেই রাজ্যের আয়তন ও জনসংখ্যার উপর। উত্তরপ্রদেশের আয়তন ও জনসংখ্যা পশ্চিমবঙ্গের তুলনায় বেশি। রাজ্যের বর্তমান আর্থিক পরিস্থিতির নিরিখে কোনও টাকাই ছোট নয়। এক বারে সাড়ে ৫ হাজার কোটি টাকা পাওয়ায় রাজ্যের সুবিধাই হবে বলে মনে করা হচ্ছে। এই অর্থ ব্যয়ের উপর কেন্দ্রের কোনও খবরদারি নেই।