জেলা

বৃহন্নলা সমাজের ৫০০ বছরের ঐতিহ্যবাহী মনসা পূজা

বিশ্ব থেকে বিদায় নিক করোনা মহামারী, সুস্থ থাকুক বিশ্ববাসী। এই সংকল্প করে জলপাইগুড়ির রাজবাড়ী পাড়ায় পিপাসা হিজরের বাড়িতে এবারে পালিত হল মনসা পুজো। যা এই বছরে ৫০০ বছরে পা দিল। ঐতিহ্যবাহী এই পুজো দেখতে প্রচুর মানুষ ভিড় করেন প্রতি বছর। কিন্তু করোনা আবহে এই বছরও পুজো হচ্ছে সাদামাটাভাবেই।

মূলত জলপাইগুড়ির বৃহন্নলা সমাজের মানুষ এই পুজোর সঙ্গে যুক্ত থাকেন। ফলে এই পুজোর আকর্ষণ অন্য মাত্রা পায়।

মঙ্গলবার জলপাইগুড়ি শহরের রাজবাড়ী পাড়ায় বিশাল আকারের মনসা মূর্তি আনা হয়। সেখানেই মহা ধূমধামের সাথে পূজোপাঠ ও যজ্ঞের আয়োজন করে বৃহন্নলা সমাজের মানুষেরা।

ঘটনায় জলপাইগুড়ি হিজরে সমাজের সম্পাদক পিপাসা হিজরে বলেন বিশ্ব থেকে করোনা মহামারী বিদায় নিক। বিশ্বের সমস্ত বাচ্চা সহ সমস্ত মানুষ সুস্থ থাক এই কামনা নিয়ে মনসা পূজো ও যজ্ঞের আয়োজন করেছি। এই পূজো ৫০০ বছরে পা দিল। আমি নিজে এই পূজো গত ৩২ বছর ধরে করে আসছি। এবারেও করোনা মহামারী রয়েছে। তাই যথাসম্ভব স্বাস্থ্য বিধি মেনে আমরা এই পূজোর আয়োজন করেছি। করোনা আতঙ্ক থাকলেও বহু মানুষ পুজো দিয়েছেন বৃহন্নলা সমাজের এই মন্দিরে।