করোনা দিন দিন মাথাব্যথ্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এবার পদ্মাপারের ফেনীতে স্বাস্থ্যকর্মী–সহ নতুন করে ১৯ জনের করোনাভাইরাসের সংক্রমণে আক্রান্ত হয়েছে। এখনও পর্যন্ত জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫১৪ জনে। তার মধ্যে মারা গিয়েছেন ১১ জন। ফেনীর ভারপ্রাপ্ত সিভিল সার্জন এসএম মাসুদ রানা সোমবার দুপুরে এই খবর নিশ্চিত করেন।
এই ১৯ জনের মধ্যে ফেনী সদর উপজেলার ৩ জন, ফুলগাজি উপজেলার একজন স্বাস্থ্যকর্মী এবং একই পরিবারের ৫ জন–সহ ৯ জন, পরশুরাম উপজেলার ৪ জন, সোনাগাজি উপজেলার একজন চিকিৎসক–সহ ৩ জন আছেন। ১৬ এপ্রিল জেলার ছাগলনাইয়া উপজেলায় প্রথম এক যুবকের করোনাভাইরাস সংক্রমণে আক্রান্ত হন। তিনি ঢাকার মহম্মদপুর এলাকায় একটি ফোনের দোকানে চাকরি করতেন।
জানা গিয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে জেলার তিন উপজেলার ৮টি এলাকায় গত বৃহস্পতিবার থেকে লকডাউন জারি করা হয়েছে। ঈদের সময় বিভিন্ন জেলা থেকে অনেক লোকজন বাড়ি ফিরে অবাধে ঘোরাফেরা করেছেন। এতে সংক্রমণ বেড়েছে বলে মনে করা হচ্ছে। মানুষ যাতে স্বাস্থ্যবিধি মেনে চলেন তার জন্য প্রশাসনের পক্ষ থেকে নানা ধরনের কাজ করা হচ্ছে।
