গত ১১ আগস্ট বড়পর্দায় মুক্তি পেয়েছে অনিল শর্মা পরিচালিত ‘গদর ২’। ছবিটি মুক্তির আগেই রেকর্ড গড়েছিল। প্রায় ৫ কোটি টাকায় বিক্রি হয়েছিল গদর ২ ছবির টিকিট। মুক্তির পর থেকেই বক্স অফিসে তুমুল ঝড় তুলছে সানি দেওল ও আমিশা পটেল অভিনীত গদর ২। ছবিটি মুক্তির ২৫ দিনের মধ্যেই বক্স অফিসে ৫০০ কোটির গণ্ডি পার করেছে এই ছবি। ইতিমধ্যেই দর্শকদের ব্যাপক মনও কেড়েছে এই ছবি। পরিসংখ্যান বলছে, ছবিটির এখনও পর্যন্ত মোট আয় হয়েছে ৫০২ কোটির উপরে। বলা যেতেই পারে যে আরও এক মাইল ফলক পার করল অনিল শর্মা পরিচালিত এই ছবি। ইতিমধ্যেই ছবিটি চলতি বছরের হিট ছবির জায়গা করে নিয়েছে।
জানা গিয়েছে, এই ছবির হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন অভিনেত্রী সিমরত কৌর। ১৭ বছর আগে মুক্তিপ্রাপ্ত ছবি ‘গদর এক প্রেম কথা’। সেই সময়ের এটি একটি জনপ্রিয় ছবির তকমা পেয়েছিল। অনিল শর্মা পরিচালিত ‘গদর এক প্রেম কথা’ একটি রোমান্টিক ঘরানার ছবি ছিল। এখানে তারা সিং ও সাকিনার গল্প ফুটিয়ে তোলা হয়। ভিন্ন ধর্মের হলেও তাদের মধ্যে মিষ্টি প্রেম কাহিনী আর তৎকালীন দেশ ভাগের কালো দিককে এক সঙ্গে ফুটিয়ে তোলা হয়েছিল এই ছবিতে। যা ভীষণভাবে জনপ্রিয় হয়েছিল গোটা সিলভার স্ক্রিনে।