RBI announce Rs 50,000 crore package to bring cash flow to mutual funds.
অর্থনীতি ব্রেকিং নিউজ

মিউচুয়াল ফান্ডে ৫০ হাজার কোটি

শেয়ার বাজারের সঙ্গে ধুঁকতে থাকা মিউচুয়াল ফান্ডে নগদের জোয়ার আনতে ৫০ হাজার কোটি টাকা ঢালল রিজার্ভ ব্যাঙ্ক। আরবিআই জানিয়েছে, আজ থেকে কার্যকর হওয়া বিশেষ লিক্যুইডিটি সুবিধা প্রকল্পের আওতায়, আরবিআই নির্ধারিত রেপো রেটে ৯০ দিনের মেয়াদে এই প্রক্রিয়া পরিচালনা করবে। এই সুবিধাটি অন–ট্যাপ এবং ওপেন–এন্ডেড ভিত্তিতে হবে। ব্যাঙ্কগুলি সোমবার থেকে শুক্রবার পর্যন্ত যে কোনও দিন অর্থ সংগ্রহের জন্য তাদের বিড জমা দিতে পারে।
এদিকে করোনা আবহে নগদ সঙ্কটে ভুগছে ফ্রাঙ্কলিন টেমপ্লেটনের মতো মিউচুয়াল ফান্ড সংস্থা। বিনিয়োগকারীদের টাকা তুলে নেওয়ার হিড়িকে বিপাকে পড়েছে ফ্রাঙ্কলিনের মতো মিউচুয়াল ফান্ড সংস্থাগুলি। ফ্রাঙ্কলিন ভারতে অন্যতম প্রথমসারির মিউচুয়াল ফান্ড সংস্থা যার ৮৬ হাজার কোটি টাকার বিনিয়োগ রয়েছে বিভিন্ন বন্ডে। কিন্তু করোনা আবহে জেরে ধুঁকছে বিভিন্ন কর্পোরেট বন্ড। ফ্র্যাঙ্কলিন টেম্পলটন ইন্ডিয়ার মতো বৃহৎ সংস্থার ছ’টি মিউচুয়াল ফান্ড বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণার পরই আরবিআই এই পদক্ষেপ নিয়েছে।
সংস্থাগুলির হাল ফেরাতে আরবিআই যে ৫০ হাজার কোটি টাকা দিচ্ছে, তা প্রথমে ব্যাঙ্কগুলিকে দেওয়া হবে। রেপো রেট অনুযায়ী আরবিআই থেকে ধার নেবে ব্যাঙ্কগুলি। এরপর সেই টাকা ঋণ হিসাবে নিতে পারে মিউচুয়াল ফান্ড সংস্থাগুলি। তার বিনিময়ে কর্পোরেট বন্ড বন্ধক রাখতে হবে ব্যাঙ্কগুলির কাছে। কিন্তু এখানেই প্রশ্ন উঠছে, বাজারের যা পরিস্থিতি, কত ভাল বন্ড ব্যাঙ্কগুলির কাছে বন্ধক রাখতে পারবে মিউচুয়াল ফান্ড সংস্থাগুলি? আরবিআই একটি বিবৃতিতে জানায়, করোনার মহামারির প্রতিক্রিয়া হিসাবে পুঁজিবাজারে তীব্র অস্থিরতা সৃষ্টি হয়েছে। যার জোরালো প্রভাব পড়েছে মিউচুয়াল ফান্ডগুলিতে। সেখান থেকে মুক্তির সম্ভাব্য পথ অবলম্বন করা হচ্ছে।