কুপওয়াড়া জেলার নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর মাচিল সেক্টরে সশস্ত্র বাহিনী এবং জঙ্গিদের মধ্যে একটি গুলিবিনিময়ের ঘটনায় (এনকাউন্টারে) ৫ জঙ্গি নিহত হয়েছে। মাচিল সেক্টরে কুপওয়াড়া জেলায় পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ অভিযানে ৫ জঙ্গির মৃত্যুর বিষয় সুনিশ্চিত করা হয়েছে। জানাগেছে, ভারতীয় ভূখণ্ডে জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা চালালে সেনা ও পুলিশের যৌথ বাহিনীর প্রতিরোধের মুখে পড়তে হয় তাদের। চলে গুলির লড়াই। আর তাতেই খতম ৫ জঙ্গি।
প্রথমে ২ জন এবং পরে আরও ৩ লস্কর জঙ্গিকে খতম করে যৌথ বাহিনী। কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে, “লস্কর-ই -তৈবার আরও ৩ সন্ত্রাসী নিহত হয়েছে (মোট ০৫) এবং তাদের শনাক্তকরণ নিশ্চিত করা হচ্ছে। পাশাপাশি সার্চ অপারেশন জারি রয়েছে।”
বিষয়টি নিশ্চিত করে, কাশ্মীরের পুলিশের অতিরিক্ত মহাপরিচালক বিজয় কুমার বলেছেন, কুপওয়াড়া জেলার মাচিল সেক্টরে অভিযানে এখন পর্যন্ত ৫ জন জঙ্গি নিহত হয়েছে। পুলিশের আরেক মুখপাত্র বলেছেন, কুপওয়াড়া পুলিশ এবং সেনাবাহিনীর একটি যৌথ দল (56RR) ২৫ এবং ২৬ অক্টোবর মধ্যবর্তী রাতে মাছিল সেক্টরের এলওসি বরাবর সরদারি নার এলাকায় একটি অভিযান শুরু করে। এছাড়াও, এলওসি বরাবর যৌথ দলগুলি দ্বারা একাধিক অভিযান হয়েছে।