সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে শপথ নিলেন নতুন পাঁচজন বিচারপতি। সোমবার তাদের শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। পঙ্কজ মিথাল, সঞ্জয় কারোল ও পিভি সঞ্জয় কুমার দেশের শীর্ষ আদালতের বিচারপতি হিসাবে শপথ নিয়েছেন। এরা দেশের বিভিন্ন হাইকোর্টে প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত ছিলেন। এছাড়াও এহসানউদ্দিন আমানুল্লাহ ও মনোজ মিশ্র সোমবার শপথ বাক্য পাঠ করেন। এর আগে হাইকোর্টের বিচারপতির দায়িত্ব সামলেছেন তাঁরা।
বিচারপতি নিয়োগ প্রক্রিয়া নিয়ে বেশ কয়েকদিন ধরে কেন্দ্র ও সুপ্রিম কোর্টের মধ্যে সংঘাত চলছিল । যদিও শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের সুপারিশেই সায় দেয় কেন্দ্র। নতুন পাঁচ বিচারপতির শপথের পর বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বেড়ে হল ৩২। নিয়মমাফিক সর্বোচ্চ ৩৪ জন বিচারপতি থাকতে পারেন শীর্ষ আদালতে।
গত বছর ১৩ ডিসেম্বর কেন্দ্রের কাছে এই পাঁচজনের নাম পাঠায় সুপ্রিম কোর্ট। তারপর থেকেই বিচারপতি নিয়োগের কলেজিয়াম প্রথা নিয়ে বিবাদ শুরু হয় কেন্দ্র ও সুপ্রিমকোর্টের মধ্যে। কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু দাবি করেন, বিচারপতি নিয়োগের প্রক্রিয়ায় সরকারকেও শামিল করতে হবে। কলেজিয়াম প্রথা নিয়েও প্রশ্ন তুলে প্রধান বিচারপতিকে চিঠি দেন তিনি। তারপর দীর্ঘ টানাপোড়েন পেরিয়ে অবশেষে সুপ্রিম কোর্টের সুপারিশেই সায় দিল কেন্দ্র। রাষ্ট্রপতির চূড়ান্ত সিলমোহর পাওয়ার পরে সোমবার শপথ নিলেন এই ৫ বিচারপতি।