রাজ্য লিড নিউজ

স্বপ্নদীপের মৃত্যুর ঘটনায় গ্রেফতার আরও ৫

যাদবপুরের স্বপ্নদীপের মৃত্যুর ঘটনায় আরও ৫ জনকে গ্রেফতার করল পুলিশ । ধৃতরা যাদবপুর বিশ্ববিদ্যালয়েরই কেউ বর্তমান ছাত্র, কেউ আবার প্রাক্তন ছাত্র।

জানা গিয়েছে, মঙ্গলবার রাতভর জিজ্ঞাসাবাদের পর ওই পাঁচ পড়ুয়াকে গ্রেফতার করে কলকাতা পুলিশের হোমিসাইড শাখার আধিকারিকরা ।এর আগে তিনজনকে গ্রেফতার করেছিল পুলিশ । যাদবপুরকাণ্ডে এই নিয়ে মোট গ্রেফতারির সংখ্যা হল আট ।

সূত্রের খবর বুধবারই মৃত পড়ুয়ার বাড়ি নদিয়ায় যাচ্ছে পুলিশের একটি দল । যাদবপুরকাণ্ডে ডাকা হতে পারে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য, হোস্টেল সুপার ও ডিন অফ স্টুডেন্টসকে । এছাড়া, বিশ্ববিদ্যালয় পাশ করে যাওয়ার পরেও ছাত্রাবাস আটকে রয়েছেন এমন ২০ জন পড়ুয়াকেও ডাকা হতে পারে ।

হস্টেলের ছাত্রদের একাংশের দাবি, যাদবপুরের ঘটনার পর থেকেই হস্টেল ছেড়েছেন বেশ কয়েকজন পড়ুয়া । তাঁদের মধ্যে কারও কারও যথেষ্ট প্রভাব রয়েছে হস্টেলে । একজন আবার রাজ্যের বাইরে, উত্তর ভারত । কেন পড়ুয়ারা হস্টেল ছেড়েছেন, ছাত্রমৃত্যুর সঙ্গে এর কোনও সম্পর্ক রয়েছে কি না তা তদন্তসাপেক্ষ।

উল্লেখ্য, ৯ অগাস্ট যাদবপুরের মেন হস্টেল থেকে প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপের দেহ উদ্ধার হয় । খুনের অভিযোগ দায়ের করে ছাত্রের বাবা । তারপর থেকেই উত্তাল রাজ্য।