মালগাড়ির ধাক্কায় পরিযায়ী শ্রমিকদের মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ঘোষণা করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। রেলের পক্ষ থেকে শুরু হয়েছে তদন্ত। মৃত ১৬ জনের প্রত্যেকের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। মৃতদের পরিবারের সদস্যদের পাশে থাকার আশ্বাস ও তাঁদের সবরকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে রাজ্য সরকার। রেলের দাবি, মালগাড়ির চালকের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।
উলটে রেল দাবি করেছে, ভোরে রেললাইনের ওপর চালকদের শুয়ে থাকতে দেখেছিলেন মালগাড়ির চালক। তিনি ট্রেন থামানোর চেষ্টাও করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বিষয়টি তাঁর হাতের বাইরে বেরিয়ে যায়। বদনাপুর এবং কর্মাদ স্টেশনের মাঝে দুর্ঘটনাটি ঘটে যায়। কিন্তু এই দাবি কতটা সঠিক তা নিয়ে উঠছে প্রশ্ন। পরিস্থিতি বেগতিক দেখে এই
ঘটনায় গভীরভাবে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ঘটনা কীভাবে ঘটল, চালকের ভূমিকা কী, তা নিয়ে রেলমন্ত্রী পীযুষ গোয়েলকে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী প্রতিক্রিয়ায় জানান, ‘এতগুলো প্রাণ একসঙ্গে শেষ হয়ে গেল। আমরা মর্মাহত। রেলমন্ত্রী গোটা বিষয়টির ওপর নজর রেখেছেন। প্রয়োজনীয় সবরকম বিষয়ে সাহায্য করা হবে।’ ঘটনাস্থলে পৌঁছেছেন মধ্যপ্রদেশের আদিবাসী কল্যাণ দপ্তরের মন্ত্রী মীনা সিং। শুক্রবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ ঔরঙ্গাবাদের অদূরে কর্মাদ এলাকায় মালগাড়ির ধাক্কায় ১৬ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। পুলিস সূত্রে খবর, ওই শ্রমিকরা লকডাউনে আটকে পড়েছিলেন। বাড়ি ফিরতেই একসঙ্গে রেললাইন ধরে ৬৫ কিলোমিটার হেঁটেছিলেন। ভোররাতে কর্মাদ সংলগ্ন এলাকায় লাইনের ওপরেই ঘুমিয়ে পড়েন তাঁরা। আর মালগাড়ির ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে।
