উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে প্রবল ধস এবং ভয়াবহ বৃষ্টির মুখে পড়ে প্রাণ হারালেন পাঁচ বাঙালি। জানা গেছে, ট্রেকিংয়ের জন্য উত্তরাখণ্ডে গিয়েছিলেন মোট ১১ জন। ওই ট্রেকারদের মধ্যে পাঁচজনের খোঁজ মিললেও বাকিদের এখনও পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি।
উত্তরাখণ্ডের হরশিল থেকে হিমাচলের ছিটকুলের উদ্দেশ্যে মোট ১১ জন ট্রেকার রওনা হয়েছিলেন। তাঁদের মধ্যে ছিলেন সাতজন বাঙালি। এখনও পর্যন্ত মোট পাঁচ বাঙালির দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। নিহতেরা হলেন ঠাকুরপুকুরের জায়গীর রোডের বাসিন্দা সাধন বসাক, বিকাশ মাকাল, সৌরভ দাস, সাবিয়ান দাস এবং মিঠুন দারি। বাগেশ্বর কন্ট্রোলরুম থেকে নিহতদের পরিজনদের মৃত্যুর খবর জানানো হয়েছে।
কয়েকদিন ধরে প্রাকৃতিক বিপর্যয়ে উত্তরাখণ্ডের অবস্থা ভালো নয়। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ জন। জখম কমপক্ষে ২২ জন। ৬০টিরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিঘার পর বিঘা জমির ফসল নষ্ট হয়েছে। ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নৈনিতাল।