নবান্ন অভিযানের আগে গোটা মহানগর জুড়ে জোরকদমে নজরদারি চালাচ্ছে কলকাতা পুলিশ প্রশাসন। জেলায় জেলায় নাকা বসিয়ে চলছে রাজ্য পুলিশের নজরদারি। রবিবার রাতে নাকা চেকিং চলার সময় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার পাঁচ দুষ্কৃতী। ইতিমধ্যেই ধৃতদের শ্রীরামপুর আদালতে পেশ করা হয়েছে। ধৃতদের নাম শিবনাথ বিশ্বাস (৩৬), সৌম সুরুল (৩৩), সুমিত দাস(২০), স্বস্তি দাস (৩০), দীপক সিং(২৬)। এরা সকলেই শ্রীরামপুরের বাসিন্দা বলেই জানা গিয়েছে।
চন্দননগর পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে বৈদ্যবাটি দির্ঘাঙ্গী মোড় এলাকায় দিল্লি রোডের উপর পুলিশের নাকা চেকিং চলছিল। আর তাতেই বড়সড় সাফল্য পায় পুলিশ। সেসময় সন্দেহজনক একটি গাড়িকে আটক করে পুলিশ। তল্লাশি করতে গেলে গাড়ি ছেড়ে পালিয়ে যায় গাড়ির চালক।
এরপর তল্লাশি অভিযান চালাতেই উদ্ধার হয় ২ টি নাইন এমএম পিস্তল ও ছয় রাউন্ড কার্তুজ। এরপরেই পাঁচজন দুষ্কৃতীকে গ্রেফতার করে শ্রীরামপুর থানায় নিয়ে আসা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে দুজনের বিরুদ্ধে আগে অপরাধের অভিযোগ আছে। আগ্নেয়াস্ত্র নিয়ে দুষ্কৃতীরা কোথায় যাচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।