ব্রেকিং নিউজ রাজ্য

বিনীত গোয়েলকে অপসারণ নয়: মমতা

কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে বিনীত গোয়েলকে এখনই সরানো হবে না, সোমবার সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরজিকর কাণ্ডে প্রথম থেকেই কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। নির্যাতিতার পরিবার তাঁর দিকে আঙুল তুলেছেন, তাঁর পদত্যাগ চেয়ে সরব হয়েছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরাও। কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে বিনীত গোয়েলের ইস্তফা দাবি জানিয়ে কদিন আগেই লালবাজারে ডেপুটেশন দিয়েছেন জুনিয়র ডাক্তাররা।

এই পরিস্থিতিতে রাজ্যপাল সিভি আনন্দ বোস জরুরি ভিত্তিতে মন্ত্রিসভার বৈঠক ডাকতে বলেন। ওই বৈঠকেই কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণ নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার কথা বলেন রাজ্যপাল। তিলোত্তমার বিচার চেয়ে জনগণের দাবি নিয়ে আলোচনার করার পরামর্শও দেন তিনি।

এদিন সেই বৈঠকেই মুখ্যমন্ত্রী বলেন, “কলকাতা পুলিশ কমিশনার নিজে এসেছিলেন আমার কাছে পদত্যাগ করার জন্য। কিন্তু সামনে পুজো। ল’ অ্যান্ড অর্ডারটা বড় বিষয়। যিনি দায়িত্বে থাকবেন, তাঁকে তো বিষয়টা জানতে হবে। সবকিছুর জন্যই ধৈর্য ধরতে হয়। কদিন অপেক্ষা করলে কী অসুবিধা আছে? আপনি ১০টা দাবি দিতে পারেন। আমি ৫টা করতে পারি, ৫টা নাও করতে পারি।”