আন্তর্জাতিক ব্রেকিং নিউজ

নাইজেরিয়ায় জ্বালানি ট্রাকে ভয়াবহ বিস্ফোরণ, জীবন্ত পুড়ে নিহত ৪৮

নাইজেরিয়ায় জ্বালানির ট্রাকে ভয়াবহ বিস্ফোরণে জীবন্ত পুড়ে প্রাণ হারালেন ৪৮ জন। রবিবার দক্ষিণ আফ্রিকার দেশটির উত্তর-মধ্যাঞ্চলের নাইজার রাজ্যে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, জ্বালানি ভর্তি ট্রাকটি উল্টোদিক থেকে আসা অপর একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষের ফলে বোমার মতো প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হয় এবং বিস্ফোরণের পর আশপাশে থাকা গাড়িতেও আগুন ধরে যায়।

নাইজার প্রশাসন জানিয়েছে, গবাদি পশুসহ সাধারণ মানুষ পরিবহন করা একটি ট্রাকের সঙ্গে ওই জ্বালানি ভর্তি গাড়ির সংঘর্ষ ঘটে। নাইজার প্রশাসনের তরফে আবদুল্লাহি বাবা-আরব জানান, নিহতের সংখ্যা অন্তত ৫০ জন।

তিনি বলেন, উত্তর-মধ্য নাইজার রাজ্যের আগাই এলাকায় দুর্ঘটনাটি ঘটে। জ্বালানি ট্যাংকার ও গবাদি পশু বহন করা গাড়ির সাথে ধাক্কা লাগলে বিস্ফোরণ ঘটে। এতে অন্তত ৫০ জন জীবন্ত পুড়ে মারা যায়। দুর্ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে বলে জানান তিনি।

বাবা-আরব আরও জানান, প্রাথমিকভাবে ৩০টি লাশ পাওয়া গেছে। কিন্তু পরে একটি বিবৃতিতে তিনি বলেন, সংঘর্ষে পুড়ে মারা যাওয়া নিহতদের আরও ১৮টি মৃতদেহ রয়েছে।