জেলা

টানা ৪৮ ঘণ্টার লকডাউনে রাজ্য

এই প্রথম টানা ৪৮ ঘণ্টার লকডাউনে রাজ্য। ২০—২১ আগস্ট, বৃহস্পতিবার ও শুক্রবার টানা লকডাউন গোটা রাজ্য জুড়ে চলছে। করোনা ট্রান্সমিশনের চেইন ভাঙতে পূর্ব ঘোষণা–মতো এই লকডাউন জারি করা হয়েছে। সল্টলেক, উল্টোডাঙা ও হাডকো মোড় জনমানব শূন্য। কিছু গাড়ির দেখা মিলেছে। লকডাউনে চলছে কড়া নজরদারি। চলছে মাইকে প্রচার। রাস্তায় গাড়ি আটকে চেকিং করছে পুলিশ। কী কারণে রাস্তা বেরিয়েছেন, তাও জিজ্ঞাসা করছে পুলিশ।
লকডাউনের এই দু’‌দিন মানুষকে ঘরে রাখতে বিশেষ পরিকল্পনা করেছে পুলিশ প্রশাসন। দুই শিফটে লকডাউন জারি রাখার জন্য ব্যবস্থা করেছে লালবাজার। এই দু’‌দিন লকডাউন জারি রাখতে দিন ও রাতের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। রাতে প্রতি পুলিশ স্টেশনে মোতায়েন থাকবেন ২৫ জন কর্মী। লকডাউন বজায় রাখতে মোট কর্মরত রয়েছেন ৮০০০ পুলিশকর্মী। আগের লকডাউনগুলিতেও এই সংখ্যক পুলিশকর্মীই দায়িত্বপ্রাপ্ত ছিলেন।
সকাল থেকে এখনও পর্যন্ত লকডাউন না মানার কারণে পুলিশ ১৩৯ জনকে গ্রেপ্তার করেছে। অকারণে রাস্তায় বেরনোয় ১৬টি গাড়িকে আটক করেছে পুলিশ। মাস্ক না থাকার কারণে ৩৮২ জনকে আটক করা হয়েছে আর যেখানে সেখানে থুতু ফেলে আটক ২১ জন। তার সঙ্গে যোগ হয় বৃষ্টি এবং শনিবার গণেশ পুজোর আগে মণ্ডপে মূর্তি নিয়ে আসার ধূম। ফলে ট্র্যাফিক সামলাতে হিমশিম খেতে হয় পুলিশ। কয়েকটি জায়গায় দুর্ঘটনাও ঘটে। বৃহস্পতিবার সকাল থেকেই লকডাউন শুরু হয়ে যাওয়ায় মধ্যরাতেই পালিত হল রাজীব গান্ধীর জন্মদিন। কংগ্রেস কর্মীরা পিপিই পরে শহরের বিভিন্ন জায়গায় প্রায় সমস্ত রাজীব গান্ধীর মূর্তি স্যানিটাইজ করেন।