আন্তর্জাতিক ব্রেকিং নিউজ

কুয়েতে মর্মান্তিক অগ্নিকাণ্ডে মৃত ৪৫ ভারতীয়

কুয়েতে মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত ৪৫ জন ভারতীয় প্রাণ হারিয়েছেন। কুয়েতের কর্মকর্তারা জানিয়েছেন, ৪৫ ভারতীয়র মৃতদেহের ডিএনএ পরীক্ষা করা হয়েছে। মৃতদেহ দেশে ফেরাতে বায়ুসেনার তরফে একটি বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়েছে। ভারতীয় বায়ুসেনার সি-১৩০জে বিমানে শুক্রবার দেশে আসছে নিথর দেহগুলি। এদিন সকাল ১১টা নাগাদ বিমানটি কোচি বিমানবন্দরে অবতরণ করে। কোচি বিমানবন্দরে অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা রাখা হয়েছিল।

দিল্লিতে থাকা আধিকারিকরা জানিয়েছেন যে শুক্রবার ভারতীয়দের দেহ নিয়ে সেই বিমান ফিরে আসবে। প্রথমে বিমান কেরালায় অবতরণ করবে কারণ মৃতদের মধ্যে অধিকাংশই কেরলের বাসিন্দা। তারপর দিল্লিতে অবতরণ করবে সেই বিমান। ৪৫ জনের মৃত্যু হয়েছে, তবে ৩৩ জন এখন হাসপাতালে চিকিৎসাধীন। তারা কেউই আশঙ্কাজনক অবস্থায় নেই বলেই আশ্বস্ত করা হয়েছে।

শেষ পাওয়া তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে ২৩ জন কেরলের। বাকিদের মধ্যে ৭ জন তামিলনাড়ু, ৩ জন উত্তরপ্রদেশ, ২ জন ওড়িশার এবং ১ জন করে বিহার, পাঞ্জাব, কর্নাটক, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং হরিয়ানার বাসিন্দা।