বাংলাদেশ ব্রেকিং নিউজ

বাংলাদেশে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ৪৪

বাংলাদেশের রাজধানী ঢাকার বেইলি রোডের একটি বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড। বহুতলের নিচে অবস্থিত ‘কাচ্চি ভাই’নামের একটি রেস্টুরেন্টে প্রথমে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ছয় তলা বিশিষ্ট ওই বহুতলে। বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে। প্রথমে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর দেওয়া হয় বাংলাদেশ ফায়ার সার্ভিসকে। ততক্ষণে আগুন সম্পূর্ণ গ্রাস করে নেয় ওই ভবনটিকে। ঘটনাস্থলে এসে উপস্থিত হয় ফায়ার সার্ভিসের ১৩ টি ইউনিট।

স্থানীয় বাসিন্দারা এবং ফায়ার সার্ভিসের কর্মীরা, লেলিহান অগ্নিশিখার মধ্যে থেকে উদ্ধার করে নিয়ে আসেন ৪২ জনকে। দ্বিতীয় ধাপে উদ্ধার করে আনা হয় আরও ৩৩ জনকে। রাত ১২ টা নাগাদ আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে। জানা গিয়েছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৩৩ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে মারা গিয়েছেন ১০ জন। আহত ৭৫ জনের মধ্যে ২২ জনের অবস্থা খুবই আশঙ্কাজনক।রাজারবাগ পুলিশ হাসপাতালে শুক্রবার সকালে মারা গিয়েছেন আরও ১ জন। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ ।

শুক্রবার সকাল থেকে আবার জোর কদমে শুরু হয়েছে উদ্ধার কাজ। কি কারণে এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে তার তদন্ত শুরু করেছে পুলিশ।