করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৪২ জনের মৃত্যু হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় সংক্রমিত হয়েছেন ২ হাজার ৭৪৩ জন। এখনও পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছে ৬৫ হাজার ৭৬৯ জনের।আর মৃত্যু হয়েছে ৮৮৮ জনের। এই তথ্য জানান, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা।
জানানো হয়েছে, মারা যাওয়া ৪২ জনের মধ্যে ৩৫ জন পুরুষ ও ৭ জন মহিলা। গত ২৪ ঘণ্টায় ১৩, ১৩৬টি নমুনা পরীক্ষা করে এই রোগীদের শনাক্ত করা হয়েছে। মোট পরীক্ষা হয়েছে ৩ লাখ ৯৭ হাজার ৯৮৭টি। শনিবার দেশে করোনায় সংক্রমিত ২ হাজার ৮৪৬ জন শনাক্তের কথা জানানো হয়েছিল। মারা গিয়েছিলেন ৩৫ জন। দেশে ৫২টি ল্যাবে করোনা পরীক্ষা করা হয়েছে।
জুন মাস শুরু হওয়ার পর একদিনেও শনাক্তের সংখ্যা দুই হাজারের নিচে নামেনি বাংলাদেশে। করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
