লোকসভা নির্বাচনের আগেই নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের ক্ষুদ্র এবং কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে কলকাতায় তলব কেন্দ্রীয় সংস্থা ইডি-র সদর দফতরে।
জানা গিয়েছে, তাঁর বাড়ি থেকে ৪১ লাখ টাকা বাজেয়াপ্ত করেছে ইডি। সূত্রের খবর, চলতি সপ্তাহেই তলব করা হয়েছে চন্দ্রনাথকে। এক্ষেত্রে আগামী ২৭ তারিখ তাঁকে ডাকা হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, গত শুক্রবার বীরভূমের বোলপুরে নীচুপট্টিতে চন্দ্রনাথ সিনহার বাড়িতে হানা দেয় ইডি আধিকারিকরা। দিনভর চলে সেই তল্লাশি। সেই তল্লাশির সময়েই উদ্ধার হয় টাকা। একইসঙ্গে বাজেয়াপ্ত করা হয় মন্ত্রী চন্দ্রনাথ সিনহার একটি মোবাইল ফোনও। সেই ফোন থেকে বেশকিছু তথ্য পেয়েছে ইডি। সেই ফোনের বিষয়েই কথাবার্তা বলতে করতেই চন্দ্রনাথকে ইডি দফতরে তলব করা হয়েছে বলে সূত্রের খবর।