দেশ ব্রেকিং নিউজ

৬ দিন ধরে ধ্বংসস্তূপে আটকে ৪০ শ্রমিক, সুড়ঙ্গ বিপর্যয়ে স্থগিত উদ্ধারকাজ!

উত্তরকাশীর উদ্ধারকাজে ফের বিপত্তি। ঘটনার ৬ দিন পেরিয়ে গেলেও ৪০ জন শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়নি। তারই মধ্যে উদ্ধারকাজে ব্যবহৃত অগার মেশিনের উপরে ধসে পড়েছে পাহাড়ের একটি অংশ। যার কারণে উত্তরাখণ্ডের উত্তরকাশীতে সুড়ঙ্গ বিপর্যয়ের ঘটনায় স্থগিত উদ্ধারকাজ। শনিবার সকালে থামিয়ে দিতে হল উদ্ধারকাজ।

জানা গিয়েছে, দিল্লি থেকে আনানো অগার মেশিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার পরই ২৫ টনের আরও একটি অগার মেশিন ইন্দোর থেকে দেহরাদুনে নিয়ে আসা হয়েছে। শনিবার সকাল থেকে এই মেশিন ব্যবহার করা হচ্ছে বলেই সূত্রের খবর। এর আগে গত বুধবারও ভূমিধস নামার কারণে ব্যহত হয়েছিল উদ্ধার কাজ। ভারতীয় বায়ু সেনার তরফে তিনটি বিশেষ বিমানে করে ২৫ টনের পাইপ পাঠানো হয়েছিল শ্রমিকদের উদ্ধারের জন্য। এমনকী শ্রমিকদের সুরঙ্গ থেকে উদ্ধার করার জন্য থাইল্যান্ড ও নরওয়ের বিশেষ উদ্ধারকারী দলের সঙ্গেও যোগাযোগ করা হয়েছিল। দিল্লি থেকে বায়ু সেনার বিশেষ বিমানে আনা হয়েছিল অগার মেশিন। এই মেশিন মাত্র এক ঘণ্টাতেই চার থেকে পাঁচ মিটার পর্যন্ত ধ্বংসস্তূপ খনন করতে পারে।

উল্লেখ্য, দীপাবলির দিন উত্তরকাশীর নির্মীয়মাণ টানেলে ভয়াবহ ধস নামে। টানেলের প্রবেশ পথ থেকে প্রায় ২০০ মিটার দূরে এদিন ধস নামে। আর তাতেই ঘটে যায় বিপত্তি। ধসের জেরে ভিতরে আটকে পড়েছেন কমপক্ষে ৪০ জন শ্রমিক। শ্রমিকদের উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌঁছয় এনডিআরএফ এবং এসডিআরএফ। সেইসঙ্গে ঘটনাস্থলে পৌঁছন পুলিশকর্মীরাও। এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।