দেশ ব্রেকিং নিউজ

মলদ্বারে ৪০ লক্ষ টাকার সোনা!

২৪ ক্যারেটের প্রায় ৮১০ গ্রাম সোনা। দাম ৪০ লক্ষ টাকার বেশি। মলদ্বারে লুকিয়ে দুবাই থেকে ভারতে পাড়ি দেওয়া হল। কিন্তু শেষ রক্ষে আর হল না। এমনটাও যে করা যায় তা ভেবে চমকে উঠছেন অনেক পুলিশ কর্তাই। এভাবে সেই ব্যক্তি ভারতেও চলে এলেন!‌ কিন্তু দুবাইতে কোনও পরীক্ষা করা হলো না?‌ সেখানে কেন ধরা পড়ল না?‌ উঠছে প্রশ্ন।

সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে, ৯৪৮ গ্রাম ওজনের চারটি প্যাকেটে পেস্ট আকারে এই সোনা পাচার করা হচ্ছিল। ওই চারটি প্যাকেট থেকে ৮১০ গ্রাম ওজনের ২৪ ক্যারেট সোনা পাওয়া গিয়েছে। যার দাম প্রায় ৪০ লক্ষ ৩৫ হাজার টাকা। নিজের মলদ্বারে লুকিয়ে ওই সোনা দুবাই থেকে ভারতে নিয়ে আসে এক ব্যক্তি। চেন্নাই বিমানবন্দরে নামতেই শুল্ক দফতরের আধিকারিকরা তাকে গ্রেফতার করে।

বিদেশ থেকে বিমানে ভারতে আসা কোনও পুরুষ যাত্রীকে ২০ গ্রাম পর্যন্ত সোনার গয়না আনার অনুমতি দেওয়া হয়। তবে ওই সোনার মূল্য যেন ৫০ হাজার টাকার কম হয়। এটাই নিয়ম বা আইন। মহিলা যাত্রীদের জন্য এই পরিমাণ ৪০ গ্রাম। তবে এই নিয়ম শুধুমাত্র গয়নার আকারে বহন করা সোনার উপরেই প্রযোজ্য।

উপসাগরীয় দেশগুলি থেকে অবৈধ ভাবে সোনা নিয়ে এসে ধরা পড়ার ঘটনা চেন্নাই বিমানবন্দরে প্রায়শই ঘটে থাকে। এর আগে গত বছরের ডিসেম্বরে কতকটা একই কায়দায় দুবাই থেকে সোনা পাচার করতে গিয়ে ধরে পড়ে যায় দু’জন। তারাও মলদ্বারে সোনা বয়ে নিয়ে আসছিল। শুল্ক আধিকারিকরা তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৩৫ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ৭০৬ গ্রাম পেস্ট আকারে সোনা উদ্ধার করেন।