ভিন রাজ্যে কাজ করতে গিয়ে আর ফিরতে পারলেন এ রাজ্যের চার শ্রমিক। কোচির কালামাসেরিতে একটি নির্মাণ সংস্থার কাজের জন্য উত্তর ২৪ পরগনার অশোকনগর ও হরিণঘাটার বেশ কিছু শ্রমিক পাড়ি দেন। তাঁদের মধ্যে বেশির ভাগ শ্রমিকই এই প্রথম বাংলার বাইরে কাজ করতে গিয়েছিলেন। সেখানে একটি নির্মীয়মান বাড়িতে কাজ করার সময় ভূমি ধস নামে। আর তাতেই কর্মরত অশোকনগরের ৩ শ্রমিক ও হরিণঘাটার ১ শ্রমিকের মৃত্যু হয়। ঘটনার পর থেকে শোকের ছায়া নেমে আসে অশোকনগর এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই মৃত চার শ্রমিকের নাম, ফিজুল মন্ডল, নওজেশ আলি, নূর আমিন মন্ডল ও কুদ্দুস মণ্ডল।শুক্রবার সেখানে কর্মরত অবস্থায় মাটির ধ্বস নামার কারণে মৃত্যু হয় চারজনেরই। আহত হয় আরও দুজনের অবস্থা আশঙ্কাজনক, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারের আর্থিক সংঙ্কটের কারণেই ভিন রাজ্যে কাজ করতে গিয়েছিলেন শ্রমিকরা।তাই সরকারি সাহায্যের পাশাপাশি দ্রুত দেহ ফিরিয়ে আনার ব্যবস্থা করার দাবি জানান পরিবারের সদস্যরা।
জানা গেছে, দেহগুলি ফিরিয়ে আনার ব্যবস্থার পাশাপাশি পরিবারগুলিকে সমস্ত ধরলের সাহায্যের আশ্বাস দেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। বাড়তি আয়ে পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটাতে ভিনরাজ্য কাজের জন্য পাড়ি দিয়েছিলেন।কিন্তু কাজে গিয়ে বেঘোরে প্রাণ যাওয়ায় এখন দিশেহারা পরিবারগুলি।