দেশ ব্রেকিং নিউজ

উপত্যকায় ফের নিকেশ চার জঙ্গি

কিছুদিন আগেও মোট ১২ জন জঙ্গিকে নিকেশ করেছিল সেনাবাহিনী। কিন্তু তাতেও তারা শিক্ষা নেয়নি। শনিবার ভোরেই ফের সেনাবাহিনী–জঙ্গি সংঘর্ষের উত্তেজনা ছড়িয়ে পড়ল উপত্যকায়। গুলির শব্দে ঘুম ভাঙল কাশ্মীরের বাসিন্দাদের। জম্মু–কাশ্মীরের কুলগাম এবং অনন্তনাগে দুটি পৃথক সংঘর্ষে সেনাবাহিনীর হাতে মৃত্যু হয়েছে অন্তত ৪ সন্ত্রাসবাদীর। গোটা এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।
সেনাবাহিনী সূত্রে খবর, কুলগাম জেলার নিপোরায় সেনাবাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে অজ্ঞাতপরিচয় এক জঙ্গির। কাশ্মীর জোন পুলিশ টুইট করে জানিয়েছে, এলাকায় এখনও জারি রয়েছে চিরুনি তল্লাশি। তল্লাশির সময়ই লুকিয়ে থাকা জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ বাধে সেনাবাহিনীর। শুক্রবার রাতে ভারতীয় সেনাবাহিনী, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স এবং স্থানীয় পুলিশের যৌথ উদ্যোগে এই তল্লাশি অভিযান শুরু হয়।
সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, অনন্তনাগ জেলার লাল্লন এলাকাতেও সেনাবাহিনীর গুলিতে নিকেশ হয়েছে তিন জঙ্গি। গোয়েন্দা সূত্রে খবর পেয়েই এই তল্লাশি অভিযান যৌথভাবে শুরু করা হয়েছিল। যে এলাকায় জঙ্গিরা লুকিয়ে ছিল সেই এলাকা ঘিরে ফেলতেই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। তার যোগ্য জবাব ফিরিয়ে দেয় বাহিনী।