রাজ্য

প্রচন্ড গরমে স্কুল চলাকালীন অসুস্থ ৪ পড়ুয়া

রায়দিঘীর পর এবার সাগরে প্রচন্ড গরমে অসুস্থ হয়ে পড়ল ৪ স্কুল ছাত্র-ছাত্রী। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। উল্লেখ্য, এবছর দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি রয়েছে। তার উপর সপ্তাহখানেক ধরে অসহ্য গরমে জনজীবন অতিষ্ঠ। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকার কারণে দিনের পর দিন গরম আরও বাড়ছে।

জানা গেছে, ওই ৪ স্কুল ছাত্র-ছাত্রী সাগরের শ্রীধাম কপিলানন্দ হাইস্কুলের পড়ুয়া। এদিন অন‍্যান‍্য ছাত্র-ছাত্রীদের সঙ্গে তারাও স্কুলে আসে। তবে দুপুরে প্রচন্ড গরমে তারা হঠাৎই অসুস্থ হয়ে পড়ে।

স্কুল পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়লে স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে ওই ৪ স্কুল ছাত্রছাত্রীর পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়। সেই সঙ্গে অসুস্থ পড়ুয়াদের হাসপাতালে পাঠানোর বন্দোবস্ত করা হয়।

এই ঘটনা প্রসঙ্গে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিনয় কৃষ্ণ মন্ডল জানান,”অতিরিক্ত গরমের জেরে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে। যদিও বর্ষাকাল চলছে কিন্তু সেরকম ভাবে বৃষ্টি না হওয়ার কারণে প্রবল গরমের জেরে এই ঘটনা ঘটেছে।”