বিনোদন ব্রেকিং নিউজ

মাত্র দুদিনে ৩৫০ কোটি পার,’আরআরআর’

বাহুবলির রেকর্ড ভেঙে দিয়ে নতুন রেকর্ড গড়লো আর আর আর। সদ্য মুক্তিপ্রাপ্ত এই ছবি নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনার অন্ত নেই। বহুপ্রতিক্ষার পর মুক্তি পেয়েছে পরিচালক এস এস রাজামৌলীর ছবি ‘আর আর আর’। এই সিনেমা মুক্তি পেতেই বক্স অফিসে কার্যত ঝড় তুলে দিয়েছে। আর সেই সঙ্গে নিজের রেকর্ড নিজেই ভাঙলেন রাজামৌলি। প্রথমদিনের বক্স অফিস কালেকশনে একাধিক ছবির রেকর্ড ভেঙে দিয়েছে এই ছবি। আর বচ্চন পান্ডের এক সপ্তাহের কালেকশন মাত্র দুদিনে ঘরে তুলল আরআরআর। ভারতের ব্যবসায় মাত্র দুদিনে ৩৫০ কোটি পার করল।

এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছে জুনিয়র এনটিআর এবং রাম তরণ। এছাড়াও ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে আলিয়া ভট্ট ও অজয় দেবগনকে। ‘আর আর আর’ মুক্তির পরই বক্স অফিস কালেকশনে রেকর্ড করেছে। শুধু তাই নয়, ভারতীয় সিনেমার ইতিহাসে বক্স অফিসের রেকর্ডও ভেঙে দিয়েছে এই সিনেমা।

করোনার কারণে দীর্ঘদিন আটকে ছিল ‘আর আর আর’-এর মু্ক্তি। এ কারণেই ভক্তরা রীতিমতো আগ্রহ নিয়ে অপেক্ষায় ছিল সিনেমাটি পর্দায় দেখার জন্য। অনেকেই অনুমান করেছিলেন, নির্মাতা রাজামৌলির আগের সিনেমা ‘বাহুবলী’র রেকর্ডও ভেঙে দিতে পারে ‘আর আর আর’। আর আর আর শুধু বক্স অফিস কালেকশনকেই ছাপিয়ে যায়নি, IMDb রেটিংয়ের দিক দিয়েও বাহুবলীর থেকে এগিয়ে রাজামৌলির নতুন ছবি। এখনো পর্যন্ত ১০ এ ৯.১ পয়েন্টে রয়েছে আর আর আর।