আন্তর্জাতিক ব্রেকিং নিউজ

ধর্মীয় অনুষ্ঠানে যাওয়ার পথে মর্মান্তিক বাস দুর্ঘটনায় নিহত ৩৫!

ধর্মীয় অনুষ্ঠানে যাওয়ার পথে মর্মান্তিক এক বাস দুর্ঘটনায় প্রাণ গেল ৩৫ জনের। ইরানের ইয়াজদ শহরের কাছে এই ভয়াবহ বাস দুর্ঘটনায় ৩৫ পাকিস্তানি নিহত হয়েছেন। ঘটনায় আরও ১৫ জন আহত হয়েছেন। জানা গেছে, যাত্রীরা একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে রওনা হয়েছিলেন।

পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা শহরের শান্তি কমিটির সদস্য মওলানা কামার আব্বাস নাকভি জানান, ঘটনাস্থলেই ৩০ জনের মৃত্যু ঘটে এবং বাকি পাঁচজন হাসপাতালে ভর্তির পর মারা যান।

ইরানের মেহের সংবাদ সংস্থা জানিয়েছে, দুর্ঘটনায় ২৮ জন নিহত হয়েছে। আহতদের চিকিৎসার জন্য শহরের সব হাসপাতালকে জরুরি বার্তা দেওয়া হয়েছে।

ইরানি সংবাদ মাধ্যম সূত্রে খবর, বাসটি তাফতান-দেহশির চেকপয়েন্টের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং এতে আগুন ধরে যায়। বাসটিতে মোট ৫৩ জন যাত্রী ছিলেন, এবং দুর্ঘটনাটি গতকাল রাতে ঘটে।