আগামী বছর আগস্ট মাসের মধ্যে অন্তত ৩০ কোটি ভারতবাসীকে করোনা ভ্যাকসিন দেওয়া হবে। কেন্দ্রের সেরকমই পরিকল্পনা রয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন আজ সোমবার জানালেন।
এদিন পুরনো দিল্লির রেলস্টেশনে মাস্ক এবং সাবান বিলির কর্মসূচিতে যোগ দিয়ে তিনি বলেন, ‘আগামী বছরের মাঝামাঝি সময়ের আগেই ভ্যাকসিন চলে আসবে দেশে বাজারে। জুলাই-আগস্টের মধ্যেই ২৫-৩০ কোটি ভারতবাসীকে টিকা দেওয়া দেওয়ার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। সেই মতোই প্রস্তুতি চলছে।’
তিনি বলেন, ‘সবার কাছে আবেদন, মাস্ক পরুন, শারীরিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি সমস্ত কোভিড বিধি মেনে চলুন। এই সময়ে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকাটা ভীষণ জরুরি। কোভিড-যুদ্ধে প্রধান অস্ত্র হল মাস্ক এবং স্যানিটাইজার।’ জানান, সুস্থতার হারের নিরিখে ভারত রয়েছে প্রথম সারিতে। গত জানুয়ারি মাসে ভারতে একটিই মাত্র ল্যাবরেটরি ছিল। এখন সেই সংখ্যাটা হল ২,১৬৫। দেশে রোজ গড়ে দশ লক্ষ মানুষের করোনা পরীক্ষা হচ্ছে।