দেশ লিড নিউজ

আন্দোলনরত কৃষকরা অসুস্থ, করোনা পরীক্ষা করাতে অস্বীকার

কৃষক–আন্দোলন ঠেকাতে পারেনি সরকার। তার খেসারত এখন দিতে হচ্ছে কেন্দ্রকে। কারণ রাজধানী দিল্লিতে আরও একবার করোনা সংক্রমনের হার বেড়েছে। শুধু তাই নয়, সিংঘু সীমান্তে তিনশোর বেশি আন্দোলনরত কৃষক অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর। প্রশাসনের পক্ষ থেকে তাঁদের করোনা পরীক্ষা করার অনুরোধ করা হয়েছে। যদিও একজন কৃষকও করোনা পরীক্ষা করাতে রাজি নন। জ্বর, সর্দি, কাশির মতো উপসর্গ নিয়ে অবস্থান–বিক্ষোভে রয়েছেন কৃষকরা। এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে রাজধানী জুড়ে মহামারি হয়ে যাবে। আর কৃষকরা প্রাণ দিতেও প্রস্তুত।
রবিবার কৃষকদের দাবি, করোনা পরীক্ষার নামে প্রশাসন তাদের বিক্ষোভে জল ঢেলে দিতে পারে। দিল্লির প্রশাসন অবশ্য কৃষকদের শরীর–স্বাস্থ্যের খেয়াল রাখার জন্য যাবতীয় ব্যবস্থা করেছে। নতুন কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছেন লাখ লাখ কৃষক। তাঁদের আন্দোলন আজ ১১ দিনে পড়ল। টিক্রি, চিল্লা, গাজীপুর সীমান্তেও বহু কৃষক অসুস্থ হয়ে পড়েছেন। সিংঘু সীমান্তে সব থেকে বেশি সংখ্যক কৃষক অসুস্থ। বেশিরভাগই জ্বরে ভুগছেন। অনেকেই সর্দি–কাশিতে জেরবার। কৃষকদের দাবি, শীতের মধ্যে খোলা আকাশের নীচে থাকাতেই তাঁদের শারীরিক অসুস্থতা দেখা দিয়েছে।
কৃষক সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, করোনা টেস্ট করাতে নিয়ে গিয়ে প্রশাসন নকল রিপোর্ট হাতে ধরিয়ে দিয়ে ১৪ দিনের জন্য তাঁদের কোয়ারেন্টাইনে পাঠিয়ে দেওয়ার ছক কষেছে। তখন সরকারের বিরুদ্ধে তাঁদের এই আন্দোলন মাঠে মারা যাবে। তাই তাঁরা কোনওভাবেই পরীক্ষা করাতে যেতে রাজি নন। দিল্লি সরকার জানিয়েছে, করোনা পরীক্ষা করাবে তারা। কারণ কেন্দ্রীয় সরকারের এখানে কোনও ভূমিকা নেই। তাই কৃষকদের ভয় পাওয়ার কোনও কারণ নেই।