Central Government has decided today to deduct 30% of salary of President, Vice-President, Governors and MPs. President and Union cabinet have agreed.
দেশ ব্রেকিং নিউজ

কাদের বেতন কমল ৩০ শতাংশ?‌ জানুন

এবার নজিরবিহীন সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যপাল, মন্ত্রী এবং সাংসদদের বেতন ৩০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার বিকেলে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভড়েকর। আর নিজেদের এই বেতন হ্রাসে সম্মত হলেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী–সহ সব কেন্দ্রীয় মন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রিসভা এই সংক্রান্ত অর্ডিন্যান্সে অনুমোদন দিয়েছে।
সংসদের অধিবেশন শুরু হলেই এই সংক্রান্ত আইন আনা হবে। সোমবার মন্ত্রীদের নিয়ে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে একটি জরুরি বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠকেই ঠিক হয় আগামী এক বছরের জন্য সাংসদরা ৩০ শতাংশ বেতন কম নেবেন। এই অর্থ দেশের করোনাভাইরাসের জন্য তহবিলে জমা পড়বে। দু’‌বছরের জন্য এমপি ল্যাডের টাকাও স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমপি ল্যাডের তহবিল থেকে ৭,৯০০ কোটি টাকা করোনা তহবিলে জমা পড়বে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর।
কেন্দ্রীয় মন্ত্রী এদিন বলেন, ‘‌রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, এবং বেশ কয়েকটি রাজ্যের রাজ্যপাল স্বেচ্ছায় নিজেদের বেতন থেকে সরকারি স্থায়ী তহবিলে দান করছেন। এদের বেতন প্রক্রিয়া যেহেতু অন্যরকম, তাই এঁরা এই অর্ডিন্যান্সের আওতায় আসেন না। তবুও সামাজিক দায়িত্ববোধ থেকে স্বেচ্ছায় এঁরা দান করতে প্রস্তুত।’‌